মেয়ের বিয়ে দিয়ে আনন্দ করে বাড়ি ফিরছিল বাড়ির লোক। কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না। লেকটাউনে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক আরও একজন। সম্পর্কে যাঁরা কনের বাবা, ভাই ও ঠাকুমা। সোমবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
Advertisment
রাঠি পরিবারের মৃত তিন সদস্য।
পুলিশ সূত্রে খবর, ৪৪ রুটের একটি বাস চুরি করে প্রবল গতিতে তা চালিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা। যার জেরেই ঘটে দুর্ঘটনা। প্রবল গতির বাসটি সরাসরি ধাক্কা মারে বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথ ধরা রাঠি পরিবারের প্রাইভেট গাড়িটিতে। ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। মৃত ব্যক্তির নাম শিবশঙ্কর রাঠি। পুলিশ ইতিমধ্যে বাস চোরকে গ্রেফতার করেছে।
Advertisment
জানা গিয়েছে, নিউটাউনে মেয়ের বিয়ে দিয়ে মানিকতলা ফিরছিলেন রাঠি পরিবারের লোকজন। গাড়ির পিছনে আসনে বসে ছিলেন কনের বাবা, ভাই ও ঠাকুমা। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই তিন জনেরই মৃত্যু হয়েছে। গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।