Advertisment

CV Ananda Bose: ফের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির নালিশ! এবার এক নৃত্যশিল্পীর অভিযোগে নবান্নে রিপোর্ট জমা

CV Ananda Bose: লোকসভা নির্বাচনের আবহে আবারও নতুন করে বিকর্ক শুরু রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে। ভোটের আবহেই কয়েক সপ্তাহ আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনে কর্মরত অস্থায়ী এক মহিলা কর্মী। তিনি থানায় পর্যন্ত নালিশ জানিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে। যদিও রাজ্যপাল নিজে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। এবার আবারও সেই একই অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। তবে এই অভিযোগটি বেশ পুরনো।

author-image
IE Bangla Web Desk
New Update
police filed case against 3 on cv ananda bose moletation controversy case

CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।

CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে আবারও একটি শ্লীলতাহানির নালিশের ঘটনা প্রকাশ্যে এল। এবার এক নৃত্যশিল্পী সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগ বছরখানেক আগের। দিল্লিতে (Delhi) একটি বিলাসবহুল হোটেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ ওই নৃত্যশিল্পীর। সেই সময়ে লালবাজারে (Lalbazar) অভিযোগ করেছিলেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে কলকাতা পুলিশ। এবার সেই অনুসন্ধান রিপোর্টটি লালাবাজারের তরফে নবান্নে (Nabanna) মুখবন্ধ খামে জমা পড়েছে বলে সূত্রের খবর।

Advertisment

আবারও তুমুল বিতর্ক রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে। এবার তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের একটি শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। নাচের একটি অনুষ্ঠানের জন্য কলকাতা থেকে এক নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি বিলাসবহুল হোটেলে এই নৃত্যশিল্পীর জন্য ঘর বুক করা হয়েছিল। ওই হোটেলেই রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ নৃত্যশিল্পীর। কলকাতায় ফিরে গত বছরেই লালবাজারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন ওই মহিলা।

রাজ্যপালের সাংবিধানিক পদমর্যাদার কারণেই তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত পুলিশ করতে পারে না। সেই কারণেই অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু করে লালবাজার। সম্প্রতি অনুসন্ধানের সেই রিপোর্ট নবান্নে জমা পড়েছে বলে সূত্রের খবর। যদিও ওই রিপোর্টে কী রয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু।

আরও পড়ুন- Bonbibi Matar Mela: অপার ভক্তিতে বনবিবি মাতার আরাধনা! সুন্দরবনের বিশেষ পুজোর নেপথ্যের কাহিনী অবাক করবে!

সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। যা ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। থানায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা। সেক্ষেত্রেও রাজ্যাপালের সাংবিধানিক পদমর্যাদার কারণে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায়নি। যদিও রাজ্যপাল নিজে অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলেই পাল্টা মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন- Anup Maji Surrendered: কয়লা কাণ্ডে আত্মসমর্পণ লালার, শর্তসাপেক্ষে জামিন দিল সিবিআই আদালত

এদিকে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো অভিযোগ সামনে আসতেই তাঁকে বিঁধে তোপ দাগতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। নির্বাচনী একের পর সভা-সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের ছোট-বড় নেতারা ফি দিন তুলোধনা করছেন সিভি আনন্দ বোসকে।

West Bengal cv ananda bose Governor kolkata police Nabanna
Advertisment