Advertisment

অন্ডালের কোলিয়ারিতে ধস, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, আটকে এক মহিলা

জানা গিয়েছে ইসিএলের পরিত্যক্ত আবাসনে হঠাৎই এই ধসের ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি এই ধসের জেরে তলিয়ে যায় এক মহিলা-সহ পাঁচটি বাড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভেঙে পড়ল আবাসন

গভীর রাতে ধস নামল পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোড়ার জামবাদ এলাকায়। জানা গিয়েছে ইসিএলের পরিত্যক্ত আবাসনে হঠাৎই এই ধসের ঘটনা ঘটে।

Advertisment

স্থানীয়দের দাবি এই ধসের জেরে তলিয়ে যায় এক মহিলা-সহ পাঁচটি বাড়ি। স্থানীয় সূত্রে খবর ধসের নিচে আটকে রয়েছেন এক মহিলা।

publive-image ইসিএলের পরিত্যক্ত আবাসন ঘিরে উঠছে প্রশ্ন

এই ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকলবাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীও। সূত্রের খবর, ইসিএল অনেকদিন আগেই এই আবাসনগুলিকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছিল।

publive-image উত্তেজনা ছড়ায় এলাকায়

যদিও স্থানীয়দের মত, এই জায়গা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া উচিত ছিল ইসিএল-এর। এমনকী পুনর্বাসন দেওয়ার কথা হলেও তা দেওয়া হয়নি বলেই অভিযোগ করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal
Advertisment