/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_c96ef4.jpg)
প্রবল বৃষ্টির জেরে এবার ধস নামল হাওড়া-বর্ধমান মেন শাখার চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে। বৃহস্পতিবার তিন নম্বর লাইনের পাশে ভূমি ধসে ব্যাহত হয় ট্রেন চলাচল।
Landslide: গত পরশু থেকে টানা বৃষ্টির দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। জলমগ্ন একাধিক জেলা। রাস্তাঘাট প্লাবিত। কোথাও আবার পুকুর উপচে গিয়েছে। ঘূর্ণাবর্ত-নিম্নচাপের বৃষ্টির জেরে নাকাল আম- আদমি।
প্রবল বৃষ্টির জেরে এবার ধস নামল হাওড়া-বর্ধমান মেন শাখার চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে। বৃহস্পতিবার তিন নম্বর লাইনের পাশে ভূমি ধসে ব্যাহত হয় ট্রেন চলাচল। একটানা বৃষ্টির জেরেই লাইনের পাশে ধস নেমে বলে প্রাথমিক ধারণা রেলের। স্থানীয় সূত্রে খবর তিন নম্বর লাইনের পাশে রয়েছে একটি পুকুর। প্রবল বৃষ্টিতে পুকুর উপচে গিয়ে ঘটেছে ধস নামার ঘটনা। এদিকে নাগাড়ে বৃষ্টিপাতে ধস আরও বড় আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে ট্রেন চলাচলে।
আরও পড়ুন - < Baguiati Incident: হুড়মুড়িয়ে মাথার ওপর ভেঙে পড়ল ছাদ! কলকাতায় মর্মান্তিক মৃত্যু কিশোরের >
বৃহস্পতিবার ধস নামার বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে হাজির হন রেলের কর্তারা। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও বেশ কিছু দূরপাল্লার ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল চন্দননগরে। টানা বৃষ্টির মধ্যে রেলের রেলের ইঞ্জিনিয়ররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সবুজ সংকেত মেলার পর শুরু হয় ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে আপাতত আপ লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে চুঁচুড়া-চন্দননগরের মধ্যে।