সাধারণত সুন্দরবনের নদীতে এই ধরনের কচ্ছপ দেখা যায় না। সেদিক থেকে দেখতে গেলে এতল্লাটে বিশালকায় এমন কচ্ছপ উদ্ধারের ঘটনাও বেশ কম। তবে মাঝেমধ্যে সমুদ্র থেকে কখনও কখনও এরা চলে আসে নদীতে। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক মৎস্যজীবীর জালে উঠেছিল বিশাল আকারের এই কচ্ছপ।
নদীতে মাছ ধরেতই জাল ফেলেছিলেন কুলতলীর এক মৎস্যজীবী। সেই জালেই উঠেছে প্রায় ৪০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ। তার সঙ্গে আরও একটি ছোট কচ্ছপও জালে উঠেছে। প্রথমটায় জাল ফেলতেই হু হু করে নীচে টান অনুভব করছিলেন ওই মৎস্যজীবী। তারপর কোনওমতে সেই জাল টেনে তিনি পাড়ে তোলেন।
কুলতলীর ঝুপখালি এলাকার মণি নদীতে মাছ ধরতে গিয়ে বিশাল আকারের ওই কচ্ছপ-সহ আরও একটি ছোট কচ্ছপ পেয়েছিলেন ওই মৎস্যজীবী। পরে এলাকার লোকজন ঝুপখালি পুলিশ ক্যাম্পে খবর দেয়। তাঁরাই গিয়ে দুটি কচ্ছপ উদ্ধার করেন। পরে দুটি কচ্ছপ নিয়ে যাওয়া হয় কুলতলী থানায়। পরে পুলিশই খবর পাঠায় বনদফতরে। বনদফতরের আধিকারিক ও কর্মীরা গিয়ে কচ্ছপ দুটিকে নিয়ে গিয়েছেন।
আরও পড়ুন- শীতে দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছেন? এবার খসবে বেশি টাকা, কী সিদ্ধান্ত পুরসভার?
পিয়ালি বিট অফিসার আবু জাফর মোল্লা বলেন, "আমরা কচ্ছপ দুটিকে নিয়ে যেতে এসেছি। প্রথমে তাদের শারীরিক পরীক্ষা করা হবে। সুস্থ থাকলে ওদের যথা জায়গায় ছেড়ে দেওয়া হবে। এই ধরনের কচ্ছপ এই এলাকায় সাধারণত দেখা যায় না। এরা সমুদ্রেই থাকে। ডিম পাড়ার সময় হলে এরা নদীতে ঢুকে পড়ে।"
আরও পড়ুন- দিঘায় ঝড়ের গতিতে এগোচ্ছে জগন্নাথ মন্দিরের কাজ, রামমন্দিরের আগেই উদ্বোধন?
আরও পড়ুন- তাকলাগানো প্রযুক্তিই ঢাল! সুন্দরবনে শুরু বাঘ সুমারী, নতুন রেকর্ডের আশায়