Advertisment

Kolkata Airport: বিধাননগর কমিশনারেটের বড় পদক্ষেপ, বিমানবন্দর সংলগ্ন এলাকায় কীসের নিষেধাজ্ঞা?

Bidhannagar Commissionerate: ইতিমধ্যেই কমিশনারেটের তরফে নিষেধাজ্ঞা সম্পর্কিত নির্দেশ বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন থানাগুলিতে পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
laser light prevention kolkata airport bidhannagar commissionerate , কলকাতা বিমানবন্দর এলাকা লেজার লাইটে নিষেধাজ্ঞা বিধাননগর কমিশনারেট

Airport: নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর।

Laser Light Prevention: বিমান ওঠানামার সময় লেজার লাইটের বিচ্ছুরণের কারণে অনেক সময় অসুবিধার মুখে পড়তে হয় বিমান চালকদের। যে কারণে যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ে। বিমান চালকরা আগেই এই অভিযোগ বন্দর কর্তৃপক্ষের কাছে করেছিলেন। দমদম বিমাবন্দরের তরফে যা বিধাননগর কমিশনারেটের কাছে জানানো হয়েছিল। শেষপর্যন্ত সেই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করল পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর সংলগ্ন বহু এলাকার হোটেল, ব্যাঙ্কোয়েটগুলিতে আকাশমুখী লেজার লাইটের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর কমিশনারেট।

Advertisment

ইতিমধ্যেই কমিশনারেটের তরফে নিষেধাজ্ঞা সম্পর্কিত নির্দেশ বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন থানাগুলিতে পাঠানো হয়েছে। নির্দেশে জানানো হয়েছে যে, বিয়েবাড়ি-সহ কোনও সামাজিক অনুষ্ঠান উপলক্ষেই আকাশমুখী লেজার লাইট ব্যবহার করতে পারবে না হোটেল, ব্যাঙ্কোয়েট বা লজ। এই বিষয়ে পুর কর্তৃপক্ষকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে বিধাননগর কমিশনারেট।

সঙ্গে জানানো হয়েছে যে, কেউ যদি এই ধরণের কোনও ঘটনা লক্ষ করেন, তা হলে অবিলম্বে তা থানায় জানাতে হবে। কেউ নির্দেশ অমান্য করলে ১৪৪ ধারার আওতায় শাস্তি দেওয়া হবে। আপাতত ১ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

আরও পড়ুন- Kunal Ghosh Tapas Roy: এক মঞ্চে চেয়ারে বসে তাপস, বক্তৃতায় বিজেপি প্রার্থীর দরাজ প্রশংসা কুণালের! জল্পনায় ঘি

পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট, নারায়নপুর, বাগুইআটি থানা এলাকা, চার নম্বর ভেরি, নবপল্লী নাও ভাঙ্গা এলাকা, সল্টলেক সেক্টর ফোর, সেক্টর ফাইভ, নলবন ফিশারি অফিস এলাকা, নিকো পার্ক, সল্টলেক সিজে ব্লক (বিধাননগর পূর্ব থানা এলাকা), যাত্রাগাছি, জ্যোতি নগর, সুলংগড়ি, প্রমোদনগর (নিউ টাউন থানা এলাকা), সিটি সেন্টার টু, নোয়াপাড়া, সার্চিং মোড়, আকাঙ্ক্ষার মোড়, নবাবপুর, যাত্রাগাছি, ঘুনি (ইকোপার্ক থানায় এলাকা), জগদীশপুর, ভাতেণ্ডা, রায়গাছিয়ানি, রেকজোয়ানি-তে (রাজারহাট থানায় এলাকা) কোনওভাবেই লেজার লাইট ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকায় জানিয়েছে পুলিশ।

এর আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় লেজার লাইটের শো বন্ধ করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, শ্রীভূমির দুর্গাপুজোয় লেজার শোয়ের কারণে সমস্যায় পড়ছেন বিমান চালকেরা। রানওয়েতে বিমান অবতরণ করাতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এর পরেই ওই লেজার শো বন্ধ করে দেওয়া হয়েছিল।

Baguiati Kolkata Airport Saltlake Bidhannagar
Advertisment