/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/arrest-repre.jpg)
জঙ্গিযোগ সন্দেহে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
জঙ্গিযোগ সন্দেহে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত তানিয়া পারভিনের সঙ্গে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তানিয়ার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, 'বেআইনী ক্রিয়াকলাপ প্রতিরোধ আইনে ছাত্রীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতের বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ মিলেছে। তদন্ত শুরু হয়েছে।' পুলিশ সূত্রে খবর, কলকাতায় একটি কলেজে স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী তানিয়া পারভিন। সোশাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ হয়। প্রথমে লস্কর-ই-তইবা প্রকাশিত বিভিন্ন ভিডিও ও নথি সোশাল মিডিয়াতে দেখতো সে। পরে ওই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। সংগঠনের কাজে ছাত্রীটি প্রায়েই পাকিস্তানে ফোন করত বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলায় ফের করোনা আক্রান্ত, সংখ্যা পৌঁছল তিনে
'ছাত্রীর বাড়ি থেকে একাধিক পাকিস্তানি সিম বাজেয়াপ্ত করা হয়েছে। স্পর্শকাতন বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য বেশ কয়েকটি হোয়াটসআ্যাপ গ্রুপ ওই ছাত্রী তৈরি করেছিলেন বলে জানা গিয়েছে। এইসব গ্রুপে লস্করের ভিডিও ও নানা নথি আদানপ্রদান হয়ে থাকে। সোশাল মিডিয়া খতিয়ে দেখেই প্রথামিতভাবে ওই ছাত্রীকে খুঁজে বার করা হয়েছে। লস্করের আদর্শ দ্বারা ছাত্রী বাংলার বহু মানুষ ও মেয়েদের উস্কানি দেওয়ার চেষ্টা করত। আমরা তাকে জেরা করে সব জানার চেষ্টা করছি।' জানিয়েছেন এি মামলার তদন্তকারী পুলিশ অফিসার।
Read the full story in English