Advertisment

ফের পুরনো সময়ে ফিরছে লোকাল ট্রেনের সূচি, স্বস্তিতে যাত্রীরা

অবশ্য নিয়ন্ত্রণবিধি মেনে প্রথম লোকাল ট্রেন ছাড়বে ভোর ৫টাতেই।

author-image
IE Bangla Web Desk
New Update
last local train time extended from today 16 february 2022 in bengal

ফাইল ছবি

আজ থেকে আরও শিলিথ হয়েছে করোনাবিধি। রাত ১১টার বদলে ১২ থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ। ফলে ফের পুরনো সময়ে ফিরছে রেল। আগের সূচি মেনে মেনে রাত ১২টা পর্যন্তই লোকাল ট্রেন চলাচল করবে। ফলে হাফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা।

Advertisment

কোভিডের তৃতীয় ধাক্কায় রাজ্যের জারি করা নিয়ন্ত্রণবিধি অনুয়ায়ী রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলত। কিন্তু, বিধি শিথিল হতেই রেলের তরফে রাতে ১২ট পর্যন্ত ট্রেন চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও নিয়ন্ত্রণবিধি মেনে প্রথম লোকাল ট্রেন ছাড়বে ভোর ৫টাতেই।

রেলের পদক্ষেপে বহু নিত্যযাত্রী উপকৃত হবেন।

লকডাউনের পর ফের দুরপাল্লার ট্রেন চলাচল চালু হলেও রাননা করা খাবার পরিষেবা মিলছিল না। পরে 'রেডু টু ইট' খাবার পরিষেবা চালু হয়। তবে সংক্রমণের হার কমতেই গত সোমবার থেকে সব ট্রেনেই রান্না করা খাবার পরিষেবা চালু হয়েছে। থাকছে 'রেডু টু ইট' খাবার পরিষেবাও।

kolkata kolkata local train West Bengal Indian Railways Local Train
Advertisment