Advertisment

শীতের বাংলায় ফের বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে বছর শেষের আবহাওয়া?

শীতের দুরন্ত ইনিংসে কিছুটা ভাটার টান। পারদ উর্ধ্বমুখী। মন ভরছে না শীতপ্রেমীদের। এরপর বৃষ্টির পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
latest weather updates of kolkata and west-bengal for next 48 hours

আরও কমল তাপমাত্রার পারদ। ছবি- শশী ঘোষ

শীতের দুরন্ত ইনিংসে কিছুটা ভাটার টান। পারদ উর্ধ্বমুখী। মন ভরছে না শীতপ্রেমীদের। হাওয়া অফিসের পূর্বভাস, আগামী দুদিন রাজ্য জুড়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও বছর শেষে বঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

হাওয়া অফিসের পূর্বভাস, ২৮ ও ২৯ ডিসেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। তবে ২৯ ডিসেম্বর বৃষ্টির প্রকোপ তুলোনামূলকভাবে বাড়বে। ৩০ ডিসেম্বরে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাব থেকে যাবে।

ওই দু'দিন উত্তরের পাশাপাশি রাজ্যের দক্ষিণের জেলাগুলিও ভিজতে পারে। তবে মূলত পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হাল্কা বৃষ্টি হবে। এর সঙ্গেই মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ার দু-এক জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বভাস অনুসারে আগামী কয়েকদিন কলকাতায় ভোরের দিকে কুয়াশা থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকবে ও শুকনো আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবারের তুলনায় রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১.২ ডিগ্রি বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন তা বেড়ে হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি)।

শীতে কেন বৃষ্টির পূর্বভাস?

আলিপুর আবহাওয়া দফতরের খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়ার গতিপথের পরিবর্তন হচ্ছে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া- এই দুইয়ের জেরে গোটা বঙ্গে বছর শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতি কেটে গেলে রাজ্যে ফের শীত বাড়বে বলে আশ্বস্ত করেছে আবহাওয়াবিদরা।

weather kolkata West Bengal weather update Weather Forecast West Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment