West Bengal News Highlights: চওড়া হবে বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তা, বিরাট বরাদ্দ কেন্দ্রের

West Bengal News Update 6 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 6 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sevak to Sikkim road: চওড়া হবে বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তা

Sevak to Sikkim road: চওড়া হবে বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তা

Latest West Bengal News Highlights: বর্ষাকালে পাহাড়ি রাস্তায় পদে পদে বিপদ ওঁৎ পেতে থাকে। এমনই উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তা। বর্ষাকালে প্রায়শই ধস নামে এই সড়কে। ফলে সমতলের সঙ্গে যোগাযোগ বহুবার বিচ্ছিন্ন হয়েছে অতীতে। এবার সেই সমস্যা দূর করতে মুশকিল আসান সিদ্ধান্ত কেন্দ্রের। বিকল্প রাস্তাকে আরও প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর জন্য ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। ইতিমধ্যে প্রকল্পের অনুমোদনও হয়ে গিয়েছে। এবার বর্ষার মরশুমে পাহাড়ে যাওয়ার ভয় থাকবে না পর্যটকদের।

Advertisment

দেশের প্রথম ভার্টিক্যাল ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। রামনবমীতে উদ্বোধন হলপামবান ব্রিজের, এর পাশাপাশি তিনি নতুন রামেশ্বরম-তাম্বারম (চেন্নাই) রেল পরিষেবার সূচনা করেন। রামনবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে একটি বড় উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী আজ তামিলনাড়ুর রামেশ্বরমের পামবানে নির্মিত ভার্টিক্যাল লিফট সি ব্রিজের উদ্বোধন করেন। এটি দেশের প্রথম ভার্টিক্যাল সমুদ্র সেতু। এটি নির্মাণে ৫৩৫ কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম দিয়ে সজ্জিত এই সেতু। 

মালদায় রাম নবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। রাম ভক্তদের পুষ্প বৃষ্টি করে অভিনন্দন শহরের মুসলিম কমিটি আটকোশীর। শুধু তাই নয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রাম নবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে পানীয় জল চকলেট ও লাড্ডু বিতরণ করলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রামভক্তদের নিজের হাতে লাড্ডু খাওয়ান মুসলিম সম্প্রদায়ের মানুষ। লাড্ডু খাইয়ে মিছিলে অংশ নেওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মু থেকে বিধায়কদের আলিঙ্গন করেন তারা। 

Advertisment

অযোধ্যায় রামলালাকে সূর্যতিলক, ঐতিহাসিক মুহূর্তের  সাক্ষী লাখো ভক্ত। রামনবমী উপলক্ষ্যে রামনগরীতে আনন্দের বন্যা। শুধু অযোধ্যার নয়, সমগ্র রাজ্য এবং দেশের মানুষ রামনবমী উদযাপনের জন্য অযোধ্যায় ভিড় করেছেন।  রবিবার সকাল থেকেই রাম মন্দির চত্বরে ভক্তের ঢল। ঠিক দুপুর ১২টায়, রামলালার কপালে সূর্যতিলক লাগানো হয়। এই অনুষ্ঠানটি দেখার জন্য কেবল দেশ থেকে নয়, বিদেশ থেকেও ভক্তরা এসেছেন। ড্রোন ব্যবহার করে দর্শনার্থীদের উপর সরযূর পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয়। ৬ই এপ্রিল, রবিবার, ঠিক দুপুর ১২টায় সূর্যাভিষেক অনুষ্ঠিত হয় এবং সূর্যের রশ্মি সরাসরি শ্রী রামলালার কপালে পড়ে। বিপূল সংখ্যক ভক্তদের উপস্থিতির কথা বিবেচনা করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।  রামলালার কপালে সূর্যতিলক ৪ মিনিট ধরে স্থায়ী হয়। 

মানুষের মনে দাঙ্গার বীজ বপন করে দেওয়া হয়েছে, তৃণমূলকে নিশানা সজল ঘোষের। মধ্য হাওড়ার কদমতলায় রাম নবমীর মিছিলে সকাল সকাল হাঁটলেন বিজেপি নেতা সজল ঘোষ। মিছিল থেকে বিজেপি নেতা বলেন, "মানুষের মনে দাঙ্গার বীজ বপন করে দেওয়া হয়েছে"। অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল সজল ঘোষের। মমতার নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে সজল ঘোষ বলেন, "তোষণের রাজনীতি ওনার কাল হবে। প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না"। অপরদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,  "রামের নামে মুক্তি, সকলে জয় শ্রী রাম বলুন। রামনবমী  হলে অনেকের বুক দুরদুর করে। যাদের বুক দুরদুর করে তারা যেন রাস্তায় না বেরোন। রামের ইচ্ছাতেই এই জাগরণ"। 

  • Apr 06, 2025 19:12 IST

    West Bengal News Live: চওড়া হবে সিকিম যাওয়ার রাস্তা, বর্ষাকালেও এবার পাহাড় ঘোরার বিরাট বন্দোবস্ত কেন্দ্রের

    বর্ষাকালে পাহাড়ি রাস্তায় পদে পদে বিপদ ওঁৎ পেতে থাকে। এমনই উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিম যাওয়ার রাস্তা। বর্ষাকালে প্রায়শই ধস নামে এই সড়কে। ফলে সমতলের সঙ্গে যোগাযোগ বহুবার বিচ্ছিন্ন হয়েছে অতীতে। এবার সেই সমস্যা দূর করতে মুশকিল আসান সিদ্ধান্ত কেন্দ্রের। বিকল্প রাস্তাকে আরও প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর জন্য ৭৭০ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। ইতিমধ্যে প্রকল্পের অনুমোদনও হয়ে গিয়েছে। এবার বর্ষার মরশুমে পাহাড়ে যাওয়ার ভয় থাকবে না পর্যটকদের।



  • Apr 06, 2025 18:16 IST

    West Bengal News Live: রামনবমীতে মালদায় অস্ত্র মিছিলে বিজেপির সাংসদ থেকে বিধায়করা

    অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রায় দেখা গেল অনেককেই। কার্যত প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করেই অস্ত্রের মিছিল দেখল মালদাবাসী। আর সেই মিছিলেই পা মেলালেন বিজেপির সাংসদ থেকে বিধায়কেরা। এমনকি ছিলেন দলের জেলার প্রথম সারির নেতারাও। কারও হাতে তরোয়াল, আবার কারও হাতে হাঁসুয়া নিয়ে প্রদর্শন করতে দেখা গিয়েছে এই শোভাযাত্রায়। 



  • Apr 06, 2025 16:54 IST

    West Bengal News Live: সিপিএমে পালাবদল! ইয়েচুরির জায়গায় পার্টির সম্পাদক ৭০ বছরের 'বেবি'

    কেরলের প্রাক্তন মন্ত্রী এমএ বেবিকে সিপিআইএম পার্টির নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সিপিএমের ২৪তম মাদুরাই পার্টি কংগ্রেস বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকে এই পদটি খালি ছিল। সিপিআইএম পার্টি কংগ্রেস বৈঠক রবিবার তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই পার্টির পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে এমএ বেবির নাম চূড়ান্ত করা হয়। এই নির্বাচনের ফলে আরও দক্ষিণে ঝুঁকল সিপিএম। কারণ এই মুহূর্তে গোটা দেশে একমাত্র কেরলেই ক্ষমতায় রয়েছে বামেরা। বেবির স্থলাভিষেক একপ্রকার পার্টির কেরল লাইনকেই মজবুত করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

     



  • Apr 06, 2025 15:42 IST

    West Bengal News Live: রাম নবমীতে কী বার্তা কলকাতার সিপির?

    রাম নবমী উদযাপন সম্পর্কে কলকাতার নগরপাল  মনোজ কুমার ভার্মা বলেন, "সকলকে রাম নবমীর শুভেচ্ছা। আমরা গত ২ মাস রামনবমীর প্রস্তুতি নিয়েছি এবং সেই অনুযায়ী বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাই শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করছে। প্রতিটি সম্প্রদায়ের মানুষ উৎসবে অংশগ্রহণ করছে... আমরা চাই মানুষ প্রতিটি উৎসব আনন্দের সাথে উদযাপন করুক। প্রতিটি উৎসবে জনগণকে সাহায্য করার জন্য পুলিশ প্রস্তুত... এখনও পর্যন্ত কোনও ধরণের সমস্যা হয়নি।"



  • Apr 06, 2025 12:28 IST

    West Bengal News Live: কুলতলিতে রামনবমীর শোভাযাত্রা তৃণমূলের

    কুলতলিতে রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কুলতলীর বিধায়ক গণেশচন্দ্র মন্ডল।

    কুলতলির শানকিজাহান কলোনী থেকে বাপির মোড় পল্লীমঙ্গল সমিতির মেলার মাঠে পদযাত্রা হয়।গোপালগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যেগে রামের পুজো আয়োজন করা হয়, পূজার পর প্রায় ৭ কিমি রাস্তায় রামনবমীর মিছিলে হাটলেন বিধায়ক, এই মিছিলে হাঁটেন প্রায় তিন হাজারেরও অধিক মানুষ। বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল বলেন, 'ধর্ম যার যার, উৎসব সবার'। বিরোধী দলের মিছিল নিয়ে তিনি বলেন,' সবাই মিছিল করতে পারে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিজেদের'।  



  • Apr 06, 2025 12:11 IST

    West Bengal News Live: অযোধ্যায় রামলালাকে সূর্যতিলক, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী লাখো ভক্ত

    অযোধ্যায় রামলালাকে সূর্যতিলক, ঐতিহাসিক মুহূর্তের  সাক্ষী লাখো ভক্ত। রামনবমী উপলক্ষ্যে রামনগরীতে আনন্দের বন্যা। শুধু অযোধ্যার নয়, সমগ্র রাজ্য এবং দেশের মানুষ রামনবমী উদযাপনের জন্য অযোধ্যায় ভিড় করেছেন।  রবিবার সকাল থেকেই রাম মন্দির চত্বরে ভক্তের ঢল। ঠিক দুপুর ১২টায়, রামলালার কপালে সূর্যতিলক লাগানো হয়। এই অনুষ্ঠানটি দেখার জন্য কেবল দেশ থেকে নয়, বিদেশ থেকেও ভক্তরা এসেছেন। ড্রোন ব্যবহার করে দর্শনার্থীদের উপর সরযূর পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয়। 



  • Apr 06, 2025 12:03 IST

    West Bengal News Live: জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত যাদবপুর বিশ্ববিদ্যালয়

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামের মূর্তি বসিয়ে রাম পুজোয় সামিল পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই হচ্ছে পুজোর আয়োজন। বারবার আবেদন সত্ত্বেও মেলেনি অনুমোদন এমনটাই দাবি পড়ুয়াদের। জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। 



  • Apr 06, 2025 11:57 IST

    West Bengal News Live: বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল বিধায়ক

    বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ দল, RSS এর আমন্ত্রণে হাওড়ার সাঁকরাইলে রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন  উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এই ছবি ভাইরাল হতেই দলের অন্দরে তীব্র শোরগোল পড়ে যায়। যদিও এদিন রামনবমীর মিছিলে হাঁটার প্রতিক্রিয়ায় বিধায়ক বলেন,  'এলাকার মানুষ ডেকেছেন তাই গেছি', আমন্ত্রণ পত্রে বিশ্বহিন্দু পরিষদ, RSS লেখা চোখেই পড়েনি'।  



  • Apr 06, 2025 11:33 IST

    West Bengal News Live: 'বাংলায় পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে', ভয়ঙ্কর নিশানা লকেট চট্টোপাধ্যায়ের

    নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। হুগলির প্রাক্তন এদিন তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, "আমরা যেমন দুর্গাপূজা উদযাপন করি, তেমনি রাম নবমীও উদযাপন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে রাম-নাম ছড়িয়ে পড়েছে... এটা আমাদের ধর্মের বিষয়। কেন আমাদের আমাদের আদালতের অনুমতি নিতে হবে? বাংলা পুলিশ পুলিশের পরিবর্তে তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে।" কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাম সকলের, সব দলেরই শোভাযাত্রায় অংশ নেওয়া উচিত। ভগবান রাম মানুষের হৃদয়ে বাস করেন, তিনি ভারতের আত্মা, নির্বাচনের সাথে তাঁর কোনও সম্পর্ক নেই।"



  • Apr 06, 2025 10:44 IST

    West Bengal News Live: রামনবমীতে বাড়তি নজর হাওড়ায়

    হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল। আর এই মিছিলেই হাজির থাকার কথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।  কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে কাজীপাড়া অঞ্চলে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি। নামানো হয়েছে র‌্যাফ, কমব্যাট ফোর্স।



  • Apr 06, 2025 10:39 IST

    West Bengal News Live: বিজেপির প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

    আজ রাম নবমী। পাশাপাশি আজ, ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। ৬, মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে এদিন সকাল ৯টায় পালন করা হয় ৪৬ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান। দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দলের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন রাজ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।



  • Apr 06, 2025 10:33 IST

    West Bengal News Live: রবিবারের ভরা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পরপর ধাক্কা

    ঠাকুরপুকুরে বাজারের ভিড়ে ঢুকে পড়ল আস্ত গাড়ি। পরপর আট-দশকে ধাক্কা মারে। আহত হয়েছেন সকলেই। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। 



  • Apr 06, 2025 10:10 IST

    West Bengal News Live: রাজ্যে আজ রামমন্দিরের শিলান্যাস, কথা রাখলেন শুভেন্দু

    সোনাচূড়ায় আজ রামমন্দিরের শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী। গত ২২ জানিয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে  নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ রামনবমীর দিনই হতে চলেছে রামমন্দিরের শিলান্যাস। সাড়ে চার বিঘা জমিতে গড়ে উঠবে এই রাম মন্দির। সাধু-সন্তদের উপস্থিতিতে চলছে হোম-যজ্ঞ। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন রাজ্যের বিরোধী দলনেতা।  



  • Apr 06, 2025 08:44 IST

    West Bengal News Live: ট্রাম্পের এক সিদ্ধান্তে রাতারাতি মাথায় হাত ইউনূসের

    ট্রাম্পের ছোঁড়া শুল্ক বোমার আঘাতে ছিন্নভিন্ন বিশ্বের একাধিক দেশ। ভারত, চিন, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের উপর বাড়তি শুল্ক চাপিয়েছেন। বাংলাদেশি পণ্যের উপরে ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা৷ এতেই কার্যত বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ বস্ত্র শিল্পের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে৷ ট্রাম্প বাংলাদেশের উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। সিদ্ধান্তের জেরে  বাংলাদেশের টেক্সটাইল শিল্পে দেখা দিতে পারে গভীর সংকট।



  • Apr 06, 2025 08:36 IST

    West Bengal News Live: মানুষের মনে দাঙ্গার বীজ বপন করে দেওয়া হয়েছে, তৃণমূলকে নিশানা সজল ঘোষের

    মধ্য হাওড়ার কদমতলায় রাম নবমীর মিছিলে সকাল সকাল হাঁটলেন বিজেপি নেতা সজল ঘোষ। মিছিল থেকে বিজেপি নেতা বলেন, "মানুষের মনে দাঙ্গার বীজ বপন করে দেওয়া হয়েছে"। অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল সজল ঘোষের। মমতার নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে সজল ঘোষ বলেন, "তোষণের রাজনীতি ওনার কাল হবে। প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না"। অপরদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,  "রামের নামে মুক্তি, সকলে জয় শ্রী রাম বলুন। রামনবমী  হলে অনেকের বুক দুরদুর করে। যাদের বুক দুরদুর করে তারা যেন রাস্তায় না বেরোন। রামের ইচ্ছাতেই এই জাগরণ"। 



  • Apr 06, 2025 08:11 IST

    West Bengal News Live: বিতর্কিত ওয়াকফ বিলে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন

    ওয়াকফ সংশোধনী বিলে চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতি মুর্মুর। লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পর, ওয়াকফ (সংশোধনী) বিলটি এখন রাষ্ট্রপতি মুর্মুরও অনুমোদন পেয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর, এই বিলটি এখন আইনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। এখন যেহেতু এই বিলটি আইনে পরিণত হয়েছে, তাই এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।



  • Apr 06, 2025 07:37 IST

    West Bengal News Live: এলাহি আয়োজন রামনগরীতে

    আজ রাম নবমী। সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। দুপুর ১২ টায় 'সূর্য তিলক'। নিরাপত্তার এলাহি আয়োজন রাম নগরী জুড়ে। এইদিন পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে একটি হল সূর্য তিলক। সূর্যের রশ্মি দিয়ে রাম লালা মূর্তির প্রতীকী অভিষেক করা হয় বছরের এই দিনে। এর জন্য রুড়কীর সিবিআরআই-র বিজ্ঞানীরা পরিকল্পনা ও প্রকল্প তৈরি করেছেন। শনিবার ঠিক দুপুর ১২টায় হয় সূর্য তিলক। এর পর আজ রবিবার সূর্য তিলকের এই প্রক্রিয়া চার মিনিট ধরে চলবে। ধর্মীয় এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দেশ ও বিশ্বের ভক্তরা এই ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে পারেন। রাম নবমী উৎসবের প্রাক্কালে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে ২০০ জন আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। পুরো স্টেশন চত্ত্বরে ২৩৫টি সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। অযোধ্যায় আগত ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।



  • Apr 06, 2025 07:36 IST

    West Bengal News Live: চাকরিহারাদের নবান্ন অভিযানের ডাক

    সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। জেলায়-জেলায় কোথাও ৫০০ কোথাও ৭০০ কোথাওবা হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। তৃণমূলের তরফে বারে বারে ভরসা রাখার কথা বলা হয়েছে। চাকরিহারাদের অভয় দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী। আগামীকাল অর্থাৎ ৭ এপ্রিল মুখ্যমন্ত্রীর সঙ্গে এক আলোচনাতেও বসতে চলেছেন চাকরি হারারা। এর মাঝেই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের ডাক দিয়েছে নবান্ন অভিযানের। চাকরি প্রার্থীদের ১২-১৩টি মঞ্চ সম্মিলিত ভাবে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে। চাকরি হারাদের সাফ কথা সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। আমারও এই বঞ্চনার শিকার। আমরা আর প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই"। এদিকে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর পাশে থাকার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। 



Ram Navami 2025 SSC Recruitment Case Verdict SSC recruitment Suvendu Adhikari dilip ghosh