১০০ দিনের প্রকল্পে পুকুর খননের কাজ চলাকালীন উদ্ধার পুরনো লক্ষ্মী-নারায়ণের বিশালাকায় মূর্তি। শুক্রবার সকালে মালদহের হবিবপুরের কানতুর্কার লোনসা গ্রামের ঘটনা। উদ্ধার হওয়া মূর্তিটি শতাব্দী প্রাচীন এবং কষ্টিপাথরের তৈরি বলে অনুমান গ্রামবাসীদের।
লক্ষী-নারায়ণের মূর্তিটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায়। মূর্তিটি ফুল দিয়ে সাজিয়ে সিঁদুর মাখিয়ে পূজো শুরু করে গ্রামবাসীরা। প্রাচীন মূর্তি উদ্ধারের খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। প্রথমে এলাকার বাসিন্দারা মূর্তিটি পুলিশের হাতে তুলে দিতে আপত্তি জানান। পরে অবশ্য সেই মূর্তিটি পুলিশকর্মীদের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। মূর্তিটি পুরাতত্ত্ব বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশকর্মীরা জানিয়েছেন।
আরও পড়ুন- দেখাই হল না বাবা-মেয়ের, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রাণ কাড়ল যুবকের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লোনসা গ্রামে এদিন ১০০ দিন প্রকল্পের মাধ্যমে পুকুর খননের কাজ চলছিল। সঞ্জয় মহলী নামে এক ব্যক্তি মাটি খুঁড়তে গিয়ে ওই মূর্তিটি উদ্ধার দেখতে পান। আজ মকর সংক্রান্তির দিনে এক ফুটের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়।
ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা তো বটেই মূর্তিটি দেখতে আশেপাশের এলাকার বহু বাসিন্দাও এসে ভিড় জমান। উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মূর্তিটি পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেবেন পুলিশকর্মীরা।
হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার জানিয়েছেন, মূর্তিটি উদ্ধারের পর সেটিকে পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।