/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cpim.jpg)
Left Won: তৃণমূল ও বিজেপিকে হেলায় হারিয়ে বিপুল সাফল্য বামেদের।
Tamluk: আর মাত্র কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে ঘর গুছনোয় তুমুল ব্যস্ততা রাজনৈতিক দলগুলিতে। ছোট-ছোট মিছিল-পথসভা চলছে রাজ্যের আনাচে-কানাচে। এরই মধ্যে বামেদের (Left) জন্য খাস শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় ফের একটা ভালো খবর। ফের এক সমবায় সমিতির নির্বাচনে (co-operative society election) বিপুল জয় বাম প্রার্তীদের। তমলুকের (Tamluk) একটি সমবায় সমিতির নির্বাচনে বাম প্রার্থীদের ধারে কাছে ঘেঁষতে পারল না তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।
গত কয়েকমাসে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় একাধিক সমবায় নির্বাচনে জয় পেয়েছে বামেরা। এবার ফের একবার তমলুকে সমবায় ভোটে বাম প্রার্থীদের জয়জয়কার। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার।
আরও পড়ুন- Kolkata Weather Today: আর ২৪ ঘণ্টাতেই বদলে যাবে আবহাওয়া! জেলা ধরে ধরে দুর্যোগ-পূর্বাভাস জানুন
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Cpim-2.jpg)
জয়ী বাম প্রার্থীরা।
শান্তিপুর সমবায় সমিতি নির্বাচনে মোট আসন ছিল ৫৪টি। যার মধ্যে বাম প্রার্থীরা ২৬টি, তৃণমূল ১৬টি, বিজেপি ১০টি এবং নির্দল ২টি আসনে জয়লাভ করেছেন। এই সমবায় সমিতির বোর্ড পরিচালনার দায়িত্ব ফের একবার কাঁধে তুলে নিল বামেরাই। সমবায় সমিতির বোর্ড গঠনের নির্বাচনেও বিরাট সাফল্য বামেদেরই ঝুলিতে।
আরও পড়ুন- Madhyamik Examination: এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, শিক্ষক-শিক্ষিকারা এখবর আগে জানুন!
বোর্ডের মোট আসন ছিল ১৮টি। বামেরা পেয়েছে ১০টি, তৃণমূল ৩টি, বিজেপি ৩টি আসনে জয়লাভ করেছে। ২টি আসনের ফল অমীমাংসিত। দীর্ঘদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার এই সমবায় সমিতি বামেরাই দখলে রেখেছে। এবার ফের একবার তমলুকের এই সমায় সমিতির ভোটে জয়জয়কার বামেদেরই।