Left won: শুভেন্দুর জেলায় ঝাঁঝালো সাফল্য বামেদের! লাল-ঝড়ে কাত TMC-BJP
Left won: এর আগেও পূর্ব মেদিনীর জেলায় এমন একাধিক সাফল্য পেয়েছে বামেরা। এবার লোকসভা নির্বাচনের মাত্র কয়েকমাস আগে ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে সাফল্যের মুখ দেখল বামেরা। স্বভাবতই এই ফলে উচ্ছ্বসিত বাম শিবির।
Tamluk: আর মাত্র কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে ঘর গুছনোয় তুমুল ব্যস্ততা রাজনৈতিক দলগুলিতে। ছোট-ছোট মিছিল-পথসভা চলছে রাজ্যের আনাচে-কানাচে। এরই মধ্যে বামেদের (Left) জন্য খাস শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় ফের একটা ভালো খবর। ফের এক সমবায় সমিতির নির্বাচনে (co-operative society election) বিপুল জয় বাম প্রার্তীদের। তমলুকের (Tamluk) একটি সমবায় সমিতির নির্বাচনে বাম প্রার্থীদের ধারে কাছে ঘেঁষতে পারল না তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।
Advertisment
গত কয়েকমাসে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় একাধিক সমবায় নির্বাচনে জয় পেয়েছে বামেরা। এবার ফের একবার তমলুকে সমবায় ভোটে বাম প্রার্থীদের জয়জয়কার। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার।
শান্তিপুর সমবায় সমিতি নির্বাচনে মোট আসন ছিল ৫৪টি। যার মধ্যে বাম প্রার্থীরা ২৬টি, তৃণমূল ১৬টি, বিজেপি ১০টি এবং নির্দল ২টি আসনে জয়লাভ করেছেন। এই সমবায় সমিতির বোর্ড পরিচালনার দায়িত্ব ফের একবার কাঁধে তুলে নিল বামেরাই। সমবায় সমিতির বোর্ড গঠনের নির্বাচনেও বিরাট সাফল্য বামেদেরই ঝুলিতে।