Advertisment

বাম-কং-বিজেপির 'মোক্ষম চাল', সিংহভাগ আসন পকেটে পুরেও বোর্ড হাতছাড়া তৃণমূলের

তৃণমূলকে ঠেকাতে বিরোধী দলগুলির এই সিদ্ধান্ত নিয়ে চর্চা বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
left bjp and congress jointly formed panchayat board in murshidabad suti

তৃণমূলকে ঠেকাতে একজোট বাম-বিজেপি-কংগ্রেস।

তৃণমূলকে রুখতে একে অপরের হাত ধরল বাম, বিজেপি, কংগ্রেস। মুর্শিদাবাদের এই ঘটনা এখন জোর চর্চায়। পঞ্চায়েতের সিংহভাগ আসন পকেটে পুরেও বোর্ড গঠন অধরাই থেকে গেল শাসকদল তৃণমূলের কাছে। মুর্শিদাবাদের সুতির এই পঞ্চায়েতে বোর্ড গঠন করল বাম, বিজেপি, কংগ্রেস।

Advertisment

এবছরের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি স্লোগান তুলেছিলেন। 'নো ভোট টু মমতা'। একাধিক সভা-সমাবেশে তৃণমূলকে ঠেকাতে বিরোধী সব দলের ঐক্যের কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। বামেরা আদর্শগতভাবে বিজেপির ঘোর বিরোধী। কোনও অবস্থাতেই গেরুয়া দলের সঙ্গে সমঝোতায় যেতে নারাজ লাল-পার্টি। বিজেপি 'নৈব নৈব চ' হলেও সম্পূর্ণ ভিন্ন আদর্শের দল কংগ্রেসের সঙ্গে অবশ্য তাঁরা এরাজ্যে জোট বেঁধেই লড়ছে।

আরও পড়ুন- দেখলেই গা শিউরে উঠবে! কিম্ভুতকিমাকার দেখতে এটা কী? মাছ না অন্য কিছু?

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর এবার দিকে-দিকে বোর্ড গঠনের পালা চলছে। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি ২ নং ব্লকের মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া ছিল। এই পঞ্চায়েতে একসঙ্গে বোর্ড গড়েছে বাম, কংগ্রেস ও বিজেপি। উল্লেখ্য, সুতির মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫। এর মধ্যে তৃণমূল জিতেছে ১০টি আসনে।

আরও পড়ুন- বোর্ড গঠনেও মারামারি! তৃণমূল বিধায়ক ফেলে মেরেছেন দলেরই কর্মীদের, অভিযোগে তুলকালাম!

বিজেপির ঝুলিতে গিয়েছে ৭টি আসন, কংগ্রেস পেয়েছে ৫টি ও আরএসপি জিতেছে ২টি আসনে। একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। তৃণমূলকে ঠেকাতে এই পঞ্চায়েতে এবার একজোট বিরোধী সব দল। এদিন এই পঞ্চায়েতের প্রধান হয়েছেন কংগ্রেসের জয়ী প্রার্থী। উপপ্রধানের আসনটি গিয়েছে বিজেপির জিম্মায়।

tmc bjp CONGRESS panchayat election CPIM Murshidabad RSP panchayat election 2023
Advertisment