scorecardresearch

জোর ধাক্কা তৃণমূলের, হাত-কাস্তের জোটে হলদিয়া ডক ইন্সটিটিউট ভোটে ধরাশায়ী জোড়া-ফুল

১৯টি র মধ্যে ১৯ টি আসনেই বাম-কংগ্রেস জোটের জয়জয়কার।

left congress alliance win haldia dock institute elections , জোর ধাক্কা তৃণমূলের, হাত-কাস্তের জোটে হলদিয়া ডক ইন্সটিটিউট ভোটে ধরাশায়ী জোড়-ফুল
সাগরদিঘির পর এবার হলদিয়া, ফের জোটের কাছে পরাজিত তৃণমূল।

জোটের ধাক্কায় ফের বেসামাল তৃণমূল। সাগরদিঘির পর এবার হলদিয়াতেও অস্বস্তিতে শাসক শিবির। হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে ১৯টি র মধ্যে ১৯ টি আসনেই বাম-কংগ্রেস জোট প্রার্থীরা জয়ী হয়েছেন। গত চার বছর হলদিয়া ডক ইন্সটিটিউট তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দখলে ছিল। এবার তাতে বদল হল। পঞ্চায়েত ভোটের আগে যা রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয়।

শুক্রবার টানটান উত্তেজনায় হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচন হয়। রাজ্য পুলিশ ও সিআইএসএফের ঘেরাটোপে ভোট দেন বন্দরের স্থায়ী শ্রমিক, ও আধিকারিকরা। বন্দরের নির্বাচনে এবার তৃণমূল, বাম ও কংগ্রেস জোট এবং বিজেপির ত্রিমুখী লড়াই হয়। মোট ভোটার সংখ্যা ৭৩৭ জন হলেও ভোট দিয়েছিলেন ৬৯৪ জন।

আরও পড়ুন- সিপিআইএম-কে বয়কট, মমতার মন্ত্রীদের ভিন্ন-মত!

হাড্ডাহাড্ডি লড়াই ছিল মুলত তৃণমূল ও বাম-কংগ্রেস জোটের মধ্যে। অন্যদিকে, ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়েছে বন্দরের নির্বাচনে। বিজেপির কোনও শ্রমিক সংগঠন না থাকায় আরএসএসের এই শ্রমিক সংগঠনই বন্দর সহ শিল্পাঞ্চলে বিজেপির মুখরক্ষা করছে। তিনটি প্যানেলে মোট প্রার্থী সংখ্যা ৫৮ জন। প্রতিটি প্যানেলে ১৮ জন পরিচালন কমিটির সদস্য ও সহ সভাপতি মিলিয়ে মোট ১৯ জন করে প্রার্থী ভোটে লড়েন। এছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১ জন নির্দল প্রার্থী।

শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণার দিকে তাকিয়ে ছিল সব রাজনৈতিক দলই। কারণ পুর নির্বাচনের আগে এই ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করে শাসক ও বিরোধী দলের নেতৃত্ব। প্রতি দু’বছর অন্তর এই নির্বাচন হয়। গতবার পরিচালন কমিটির সব আসনে তৃণমূল জয়ী হলেও সহ সভাপতি পদে জয়ী হয়েছিল বামেরা। এবার কিন্তু সব আসনেই জয়লাভ করলো বাম-কংগ্রেস জোট।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Left congress alliance win haldia dock institute elections