তৃণমূলকে ঠেকাতে এযেন অলিখিত জোটের ছবি। পঞ্চায়েতের মনোনয়ন জমা দিতে এবার একসঙ্গে গেলেন বিরোধীরা। টোটোয়-বাইকে চেপে কার্যত মিছিল করে মনোনয়ন জমা দিলেন সিপিএম, কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। মুর্শিদাবাদের রানিনগরের এই ছবি এখন জোর চর্চায়। 'মার খেলে পাল্টা প্রতিরোধ হবেই হবে', সাফ বার্তা দিতে দিয়েই বিডিও অফিসের পথ ধরলেন বিরোধী প্রার্থীরা।
মনোনয়ন জমায় বাইক র্যালি করে যেতে নিষেধাজ্ঞা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। তবে তা সত্ত্বেও শাসকদলের বহু প্রার্থীকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইক র্যালি করে মনোনয়ন জমা দিতে দেখা গিয়েছে। এবার কমিশনের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের রানিনগরে বাইক র্যালি করে মনোনয়ন জমা দিলেন বাম, কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। শাসকদলের হামলা রুখতেই তাঁদের একজোটে মনোনয়ন জমা, এমনই জানিয়েছেন বিরোধী প্রার্থী থেকে শুরু করে কর্মীরা।
আরও পড়ুন- হঠাৎ মারাত্মক আশঙ্কা অধিকারী বাড়িতে! শুভেন্দুর ভাই সৌমেন্দু গেলেন হাইকোর্টে!
আশঙ্কাটা ছিলই, এবার হচ্ছেও তাই। পঞ্চায়েত নির্বাচনের মনেনায়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের দিকে দিকে কার্যত হিংসার আগুন জ্বলছে। মারধর, ভাঙচুর, গুলি চালনা, বোমাবাজি, হুমকি বাদ যাচ্ছে না কিছুই। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে গুলি করে খুন করা হয় এক কংগ্রেস কর্মীকে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই এই খুনের অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল।
আরও পড়ুন- ‘বোন’ মমতাকে ‘দিদি’র ভালোবাসার উপহার, আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে। মারধর, ভাঙচুর চলে অবিরাম। তৃণমূল ও বিরোধীদের মারামারি ঠেকাতে কার্যত হিমশিম দশা হয় পুলিশের। গত কয়েকদিন ধরেই এই চিত্র দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। মুর্শিদাবাদের ডোমকলে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়া আটতাতে কোমরে বন্দুক গুঁজে ঘুরতে দেখা গিয়েছিল তৃণমূলের অঞ্চল সভাপতিকে। যদিও পরে তাকে পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী? যুগান্তকারী অবস্থান হাইকোর্টের!
সোমবার পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী ও কর্মীরা। একই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁতেও। তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে বামেরা।
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এই বেনজির সন্ত্রাসের পাল্টা জবাব দিতেই মুর্শিদাবাদের রানিনগরে একজোট বিরোধীরা, এমনই বলছে রাজনৈতিক মহলের একাংশ। বাম, বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁদের দলের সঙ্গে অন্যদের মতাদর্শগত ফারাকের কথা যতই বলুন, নিচুতলার কর্মীদের ভাবনা ভিন্ন। আপাতত হামলা-অশান্তির মোকাবিলায় একজোট হওয়া ছাড়া উপায় নেই বলেই মনে করছেন বিরোধী প্রার্থী থেকে শুরু করে কর্মীদের একটি বড় অংশ। রানিনগরে সেই ভাবনা থেকেই জোট বেঁধে মনোনয়ন জমা বিরোধী প্রার্থীদের।