Advertisment

CPIM: ব্রিগেডের পরেই মারকাটারি সাফল্য, তৃণমূলের মুখ পুড়িয়ে বিজেপিকে কঠিন শবক শেখাল বামেরা!

CPIM: গত রবিবারই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করেছে সিপিএমের যুব শাখা ডিওয়াইএফআই। দলের যুব সংগঠনের ডাকে রবিবার ব্রিগেডের মাঠে প্রকাশ্য সভায় হাজির ছিলেন সিপিএমের শীর্ষ নেতারা। ব্রিডেগের সভার কয়েকদিনের মাথায় এবার বড় সাফল্য বামেদের। ধারেকাছেই ঘেঁষতে পারল না রাজ্যের শাসকদল তৃণমূল, বিজেপিকেও 'জব্দ' করে ছাড়ল বাম।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
left cpim win haldia co operative cedit society election

ব্রিগেডের সভার কয়েকদিনের মাথায় সাফল্য বামেদের।

CPIM: গত রবিবারই ব্রিগেডে সমাবেশ করেছে বামেরা। সিপিমএম-এর যুব সংগঠন ডিয়াইএফআইয়ের নেতৃত্বে বড়সড় সমাবেশ করে দেখানোর পর পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সমবায় ভোটে বিরাট সাফল্য বাম মনোনীত প্রগতিশীল জোটের। সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি। তৃণমূলের অবস্থাও শোচনীয়।

Advertisment

সামনেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলো ফের একটা নির্বাচনের আগে ঘর গুছোতে ব্যস্ত। এদিকে, গত রবিবার লোকসভা নির্বাচনের আগে বামেরাও শক্তি প্রদর্শনের ব্রিগেড করে দেখিয়েছে। সিপিএমের শীর্ষ নেতৃত্বের দাবি, রবিবারের ব্রিগেড চূড়ান্ত সফল। ব্রিগেড সমাবেশের পরপরই এবার হলদিয়ার সমবায় ভোটে প্রতিপক্ষকে হেলায় হারিয়ে বিপুল জয় বামেদের।

আরও পড়ুন- ছাত্রীদের কাণ্ডে আপ্লুত শিক্ষিকারা, মেয়েদের কীর্তিতে ‘হতভম্ব’ হলেও মনে-মনে খুশি বাবা-মায়েরাও

publive-image

সমবায় ভোটে জয়ী বাম সমর্থিত প্রার্থীরা।

হলদিয়ায় ক্রেডিট সোসাইটি সমবায় নির্বাচনে জয়ী বাম মনোনীত প্রার্থীরা। হলদিয়া (Haldia) পোর্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে বিজেপি (BJP) খাতাই খুলতে পারেনি। শাসকদল তৃণমূলও (TMC) মেরেকেটে ৩টি আসনে জয় পেয়েছে। প্রতিপক্ষকে উড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে বামফ্রন্ট মনোনীত প্রগতিশীল জোট। সোসাইটির ১৫টি আসনের মধ্যে ১৪টিতে বাম সমর্থিত প্রার্থীরা লড়াই করেছিলেন।

আরও পড়ুন- এমন কীর্তির কোনও প্রশংসাই যেন যথেষ্ট নয়! টোটোচালকদের অসামান্য উদ্যোগকে কুর্ণিশ!

তার মধ্যে ১২টিতেই জয় পেয়েছেন তাঁরা। তৃণমূল অবশ্য সব ক'টি আসনেই প্রার্থী দিয়েছিল। তাঁদের শোচনীয় ফল হয়েছে। মাত্র ৩টি আসন পেয়েছে রাজ্যের শাসকদল। হলদিয়ার এই ক্রেডিট সোসাইটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৬৭০। এর মধ্যে ৬১৫ জন ভোট দিয়েছিলেন। বিজেপি সমর্থিত বিএমএস প্রার্থীরা একটি আসনও পাননি।

DYFI CPIM bjp tmc left front Haldia Election
Advertisment