নদিয়ার তেহট্টে আবারও উড়ল লাল ঝাণ্ডা। সমবায় সমিতির নির্বাচনে বাকিদের ধারে-কাছে ঘেঁষতে দিল না বামেরা। তেহট্ট ১ নং ব্লকের এই সমবায় সমিতি যে পঞ্চায়েতের মধ্যে পড়ে সেটিতে গত নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। তাই এবার সমবায় সমিতির ভোটে বিজেপি কী ফল করে তা নিয়ে নজর ছিল সব মহলের। তবে সবাইকে টেক্কা দিয়ে তেহট্টে ফের উড়ল লাল নিশান।
তেহট্ট ১ ন ব্লকের মৃগি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে শুরু থেকেই দাপট ছিল বামেদেরই। এই নির্বাচনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। তবে প্রার্থী দিয়েছিল গেরুয়া দল। এর আগেও তেহট্টের কয়েকটি সমবায় সমিতির ভোটে জয় পেয়েছিল বামেরাই। এবারও সেই ধারাই অব্যাহত রইল। রবিবার সমবায় সমিতিতে নির্বাচন হয়। এখানকার মোট আসন ৬২। আগেই ১৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় সিপিএম। বাকি ৪৪টি আসনে সিপিএম ও বিজেপি প্রার্থীদের মধ্যে লড়াই হয়েছে।
ছিটকা পঞ্চায়েতের মধ্যে পড়ে এই মৃগি উন্নয়ন সমবায় সমিতি। ছিটকা পঞ্চায়েতে গত নির্বাচনে ব্যাপক জয় পায় বিজেপি। সেই কারণে এবারের সমবায় ভোটে গেরুয়া দল ভালো ফল করতে পারে বলে গুঞ্জন ছিল। তবে শেষ হাসি হাসল বামেরাই। রবিবার ভোটের ফল বেরনোর পর দেখা গেল সমবায় সমিতির ৫০ আসনে জয়ী বামেরা, বাকি ১২টি আসন গিয়েছে বিজেপির দখলে।
আরও পড়ুন- ‘পরেরবার রসগোল্লা নিয়ে আসব’, বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
মৃগি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের ফল প্রসঙ্গে নদিয়া জেলা উত্তর বিজেপির সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, "ওই সমবায় সমিতির ভোটাররা সিপিএমের সমর্থক ছিলেন। আমরা ৪৪টি আসনে প্রার্থী দিতে পেরেছিলাম। মানুষ ধীরে ধীরে আমাদের উপর ভরসা করছেন। সেটা ভোটের ফেল থেকে পরিস্কার হয়েছে।"
সিপিএমের তেহট্ট উত্তর এরিয়া কমিটির সম্পাদক মানস মণ্ডল বলেন, "মানুষ বাম প্রগতিশীল প্রার্থীদের জয়ী করেছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে গিয়ে ও সাম্প্রদায়িকতার রাজনীতিকে ভোটারারই হারিয়ে দিয়েছেন।"
আরও পড়ুন- বেলা বাড়লেই তুফানি বদল আবহাওয়ায়? তেড়ে বৃষ্টি জেলায় জেলায়? রইল জোরালো আপডেট