Advertisment

ফের নদিয়ায় লাল-সুনামি, সমবায় ভোটে তৃণমূলকে হেলায় হারিয়ে বিপুল জয় বামেদের

সমবায় সমিতির নির্বাচনে ফের উড়ল-লাল নিশান।

author-image
IE Bangla Web Desk
New Update
leftists won the Tehatta Cooperative Society elections in Nadia

সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় বামেদের।

ফের নদিয়ায় উড়ল লাল-সুনামি! এবার নদিয়ার তেহট্টের সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল বামেরা। সমবায় সমিতির মোট ৭২ আসনের মধ্যে ৬৭টিতেই জয় পেয়েছেন সিপিআইএম প্রার্থীরা। এই সমবায় সমিতির মাত্র ৫টি আসনে জয়ী রাজ্যের শাসকদল তৃণমূল। বিজেপি একটি আসনেও জিততে পারেনি। তাহেরপুর পুরসভা, পলাশিপাড়ার সমবায় ভোটের পর তেহট্টের সমবায় সমিতির নির্বাচনেও বামেদের জয়জয়কার।

Advertisment

পঞ্চায়েত ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল বামেরা। রবিবার তেহট্ট সমবায় কৃষি উন্নয়ন লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। সমবায় সমিতির মোট ৭২ আসনের মধ্যে ৬৭টিতেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। মাত্র ৫টি আসন গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের দখলে। এর আগেও এই সমবায় সমিতির বামফ্রন্ট সমর্থিতদের দখলেই ছিল। এবারও তার অন্যথা হল না।

আরও পড়ুন- পাইলসের যন্ত্রণায় ছটফট করছেন কেষ্ট! তড়িঘড়ি হাসপাতালে, তারপর?

রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে বিগত একাধিক নির্বাচনে ধরাশায়ী হতে দেখা গিয়েছে বামেদের। সেদিক থেকে দেখতে গেলে বাম শিবিরের এই সাফল্য নজর কাড়বেই। একইসঙ্গে পঞ্চায়েতের আগে রাজ্যজুড়ে বাম শিবিরে এই জয় বাড়তি অক্সিজেন জোগাবে বলেও মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন- মৎস্যজীবীদের জালে বিশালকায় হাঙর, ওজন জানলে তাক লাগবে!

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসে তেহট্টে সমবায় সমিতির ভোটে জয়ী হয় বামেরা। ৪৯ আসনের সমবায় সমিতিতে সব আসনেই বিনা লড়াইয়ে জয় পান বাম প্রার্থীরা। এই সমবায় সমিতির একটি আসনেও প্রার্থী দিতে পারেনি জোড়াফুল শিবির। এরও আগে গত পুরসভার নির্বাচনে রাজ্যের শতাধিক পুরসভার মধ্যে এই নদিয়ারই তাহেরপুরে জিতেছিল বামেরা। তাহেরপুর পুরসভর ১৩ আসনের মধ্যে ৮টি ওয়ার্ডে জয়ী হন বাম প্রার্থীরা। ৫টি আসনে জয় পেয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল।

আরও পড়ুন- পাইলসের যন্ত্রণায় ছটফট করছেন কেষ্ট! তড়িঘড়ি হাসপাতালে, তারপর?

left front CPIM West Bengal Election
Advertisment