কুন্তল ঘোষের অভিযোগ, তাঁকে জেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য জোর করছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। তার আগে, একই অভিযোগ করেছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ। গত মার্চে শহিদ মিনারের দলীয় সভায় তেমনটাই দাবি করেছিলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা। তাঁর উপরও কী চাপ সৃষ্টি করেছেন ইডি-র গোয়েন্দারা? উত্তরে সায়নীর চাঁচাছোলা বলেছেন, 'তদন্তকারীদের আচরণ নিয়ে আমার কিছু বলার নেই। ১১ ঘণ্টা ধরে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে কোনও কিছুর জন্য চাপ দেওয়া হয়নি।'
জিজ্ঞাসাবাদে কি জানতে চেয়েছিলেন গোয়েন্দারা? সায়নী জবাবে বলেন, 'আমার কাছে খুবই মামুলি কয়েকটি নথি চাওয়া হয়েছিল। সেই সব নথি খতিয়ে দেখে তদন্তকারীরা আমাকে কিছু প্রশ্ন করেন, কয়েকটি জিনিসের ব্যাখ্যা চান। আমাকে বলেন, আরও কয়েকটি নথি জমা দিতে হবে।'
আরও পড়ুন- সায়নীর সঙ্গে দূরত্ব বজায়ের চেষ্টায় তৃণমূল? জোড়া-ফুলের তোলপাড় ফেলা পদক্ষেপে তুঙ্গে জল্পনা
প্রায় ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়েই সায়নী তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। দাবি করেছিলেন যে, ডফের ডাকলে তিনি সাড়া দেবেন। শনিবারও সে কথার পুনরাবৃত্তি করেন যুব তৃণমূল নেত্রী। বলেন, 'এটা খুব গুরুত্বপূর্ণ তদন্ত। এর সঙ্গে লক্ষ লক্ষ যুবর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমাকে যদি তদন্তে সহযোগিতা করতে বলা হয় আমি অবশ্যই করব। আমাকে ৫ তারিখে ডেকেছে। যদি আরও ৫ বার ডাকে আরও ৫ বার যাব। আমার তো লুকানোর কিছু নেই।'
তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন শাসক দলের যুব নেত্রী। বলেছেন, 'কেন্দ্রীর ফ্য়াসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ে এরকম বিষয়ের মুখোমুখি হতেই হবে। আমার নেতা, নেত্রীরাও হচ্ছেন। আমার একটাই জিজ্ঞাস্য, কেন প্রচার চলাকালীন ডাকা হল? নিশ্চই বুঝতেই পারছেন… উদ্দেশ্য কি।'
আরও পড়ুন- ফের ভোট লুঠ? পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে প্রশ্ন
তবে ইডি সূত্রে খবর, শায়নী ঘোষের গল্পগ্রিনের বহুমূল্যের দু'টি ফ্ল্যাট এখন ইডি-র নজরে রয়েছে। কীভাবে সায়নী ওই দু'টি ফ্ল্যাট কিনেছেন? ইএমআই-য়ের উৎস কী? সেসব তথ্য জানতেই তাঁকে আগামী বুধবার ফের তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।