এবার পুজোয় অভিনবত্বে সবাইকে চমকে দিয়েছে নরেন্দ্রপুর গ্রিন পার্ক সর্বজনীন পুজো কমিটি। ক্রীড়া প্রচারক তথা উদ্যোগপতি শতদ্রু দত্তের নেতৃত্বাধীন এই ক্লাবের এবারের থিম আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। যার নায়ক লিওনেস মেসি মণ্ডপে দাঁড়িয়ে আছেন বিশ্বকাপ ট্রফি হাতে। মণ্ডপে উঠে এসেছে, এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারের রাজধানী দোহার লুসেইল স্টেডিয়াম। মেসির মূর্তিটির উচ্চতা ৩২ ফুট। তবে, চমকের এখানেই শেষ নয়। এই পুজোর প্যান্ডেলের উদ্বোধন করেছেন কলকাতায় আসা বিশ্বকাপ ফুটবলের অপর নায়ক ব্রাজিলের রোনাল্ডিনহো।
Advertisment
বাঙালির ফুটবলপ্রেম, মেসিভক্তি আর দুর্গাপুজোর আনন্দ এখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বেশ কয়েক ফুট উঁচুতে তৈরি স্টেডিয়াম দেখার মত। সঙ্গে আছে লাইট অ্যান্ড সাউন্ডের খেলা। অবিকল যেন বিশ্বকাপ ফুটবল আয়োজনের পরিবেশ। মণ্ডপ তৈরিতে ৬০ লক্ষ টাকার বাজেট ধরে প্রাথমিকভাবে এগিয়েছে পুজো কমিটি। এবার এই পুজোর ৬৪তম বর্ষ। দর্শনার্থীদেরকে খেলার মাঠের পরিবেশ অনুভব করানোর জন্য দশভুজার মূর্তি রাখা হয়েছে সবুজ ঘাসের ওপর রাখা বেদিতে। প্রায় ২৫ জন কর্মী মিলে দিনরাত এক করে এখানকার মণ্ডপ তৈরি করেছেন। এছাড়াও মেসির মূর্তি তৈরির কাজে যুক্ত ছিলেন আরও বেশ কয়েকজন কর্মী।
মণ্ডপে আছে গ্যালারি, আছে দর্শকদের চেয়ারও। ঠাকুর দেখতে দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না-হয়, তা নিশ্চিত করার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। মেসিভক্ত ফুটবলপ্রেমীদের আরও উৎসাহ জোগাতে এখানে বিশ্বকাপ জয়ের পর দর্শকদের বিজয়উল্লাসকেও ফুটিয়ে তোলা হয়েছে। শহর কলকাতার ঐতিহ্যবাহীতে পুজোয় এবার তাঁকে থিম করা হয়েছে। আর, সেই পুজোর উদ্বোধন করেছেন আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অন্যতম বিশ্বসেরা ফুটবলার রোনাল্ডিনহো।
এই খবর মেসির কাছে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি মিলেছে। বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে এসে তাঁকে থিম বানিয়ে তৈরি করা পুজো উদ্বোধন লক্ষ্য ছিল উদ্যোক্তাদের। তবে, মেসিকে না-পাওয়ার খামতি মিটিয়েছেন রোনাল্ডিনহো। এটাই এখন এই পুজোর উদ্যোক্তাদের শান্তি।