Advertisment

ইডি-র বিরুদ্ধে এবার থানায় 'কালীঘাটের কাকু'র সংস্থা! পাল্টা অভিযোগে বিরাট শোরগোল

লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lips and Bounds accused ED for illegally downloading information from the company computer during raid , তল্লাশির সময় ইডির বিরুদ্ধে সংস্থার কম্পিউটার থেকে বেআইনিভাবে তথ্য ডাইলোড করার অভিযোগ লিপস অ্যান্ড বাউন্ডসের

ইডির বিরুদ্ধে কী অভিযোগ 'কাকু'র সংস্থার?

নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। গত সোম ও মঙ্গলবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের সংস্থায় টানা ১৮ ঘন্টা তল্লাশি চালিয়েছে ইডি-র গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয়েছে হার্ড ডিস্ক। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ওই হার্ড ডিস্ক থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ইডি-র নজরে 'কাকু'র সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর ব্য়াঙ্কের লেনদেনও। এসবের মধ্যেই এবার পাল্টা ইডি-র বিরুদ্ধে থানায় অভিযোগ করল 'লিপস অ্যান্ড বাউন্ডস'। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisment

কী অভিযোগ?

গত ২১ ও ২২ অগস্ট আলিপুরে 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর দফতরে অভিযান চালায় ইডি-র গোয়েন্দা দল। অভিযোগ, ওই তল্লাশির সময়ই সংস্থার একটি কম্পিউটার থেকে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করেছে ইডি। অর্থাৎ বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করা হয়েছে। বিষয়টি কোনওভাবেই খোলসা করেনি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এদিন বিষয়টি জানাজানি হয়েছে।

এরপরই শুক্রবার ইডি-র বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে 'কালীঘাটের কাকু'র সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'।

ইডি সূত্রে খবর, 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর দফতরে প্রায় ১৮ ঘণ্টার তল্লাশিতে গোয়েন্দারা হার্ড ডিস্ক উদ্ধার করেছেন। সেখানে একাধিক সংস্থার হদিশ মিলেছে। ওইসব কোম্পানির পরামর্শদাতা হিসাবে কাজ করত 'কাকু'র সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'। ওইসব সংস্থার তরফে 'লিপস অ্যান্ড বাউন্ডসে' কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ। এইসব সংস্থাগুলো কাদের, আদৌ এগুলোর অস্তিত্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছেন গোয়েন্দারা। 'কাকু'র সংস্থা কি পরামর্শ দিত তাও দেখা হচ্ছে বলে খবর। এদিকে, ইডি-র নজরে রয়েছে 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টও। কার নামে ওই অ্যাকাউন্ট রয়েছে, সে সব নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিপস অ্যান্ড বাউন্ডস নামে ওই সংস্থার মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ২০১২ সাল থেকে ওই সব অ্যাকাউন্টের মাধ্যমে কী কী লেনদেন হয়েছে, সেই হিসেব বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে স্টেটমেন্ট চাওয়া হচ্ছে। ওইসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি কার নামে রয়েছে, সেটাও জানতে চাওয়া হবে ব্যাঙ্কের কাছে।

Enforcement Directorate kalighater kaku Sujaykrishna Bhadra
Advertisment