/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Liquar.jpg)
প্রতীকী ছবি।
Liquor rate of price: এবার রাজ্যে মহার্ঘ্য হতে পারে সুরা। বেশ খানিকটা বেড়ে যেতে পারে মদের। জানা গিয়েছে, অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে মদের দাম।
দিন কয়েক আগেই কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ হয়েছে। আর এই বাজেট পেশের পরেই রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। জানা গিয়েছে, আবগারি দফতরকে মদের ওপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দফতর। এছাড়াও মত প্রস্তুতকারক একাধিক সংস্থা মদের দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
উল্লেখ্য, রাজ্যে শেষবার মদের দাম (Liquor Price) বেড়েছিল ২০২৩ সালের শুরুর দিকে। তবে এবার ফের একবার দাম বাড়তে পারে মদের। জানা গিয়েছে, দেশে বোতল বন্দি করা বিদেশি মদের দাম ১০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। শুধু বিদেশি মদই নয়, এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে পারে বিয়ারের দামও। বোতল প্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে বিয়ারের দাম।
তবে আপাতত বিদেশি মদ এবং বিয়ারের দাম বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত অর্থ বর্ষে অর্থাৎ ২০২৩-২৪ সালে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছিল রাজ্য সরকার। রাজ্যের ভাঁড়াড়ে এসেছিল প্রায় ১৯ হাজার কোটি টাকা। চলতি অর্থ বর্ষে মদ বিক্রি করে লাভের অঙ্ক আরও বিপুল পরিমাণে বাড়ানোর টার্গেট নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন- Malda News: ‘পুলিশ বসে দেখছে, ছাপ্পা মারছে ওরা’, ব্যাঙ্কের ভোটে তুলকালাম অশান্তি মালদায়