এবার কালীপুজোর তিন দিনে রেকর্ড মদ বিক্রি হয়েছে রাজ্যজুড়ে। কালীপুজোর মরশুমে তিন দিনে মদ বিক্রি করে বিরাট অঙ্কের লাভ ঘরে তুলেছে রাজ্য সরকার। দুর্গাপুজোর চেয়েও কালীপুজোর তিন দিনে রাজ্যজুড়ে মদের বিক্রি একলাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে।
জানা গিয়েছে, এবছর কালীপুজোর সময় তিন দিনে মদ বিক্রি করে সাড়ে তিনশো কোটি টাকা ঘরে তুলেছে রাজ্য সরকার। গত ১৩ নভেম্বর মদ বিক্রি করে রেকর্ড লাভ করেছে রাজ্য। শুধু ওই দিনই নয়, ১৪ এবং ১৫ নভেম্বরেও মদের বাম্পার সেল বাংলায়। দুর্গাপুজোর ৫ দিন আর কালীপুজোর তিন দিনে রাজ্য সরকার শুধু মদ বিক্রি করে যা আয় করেছে তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য। আয়ের অঙ্কটা হাজার কোটির কাছাকাছি বলে সূত্রের দাবি।
আরও পড়ুন- আজব কাণ্ড দিঘায়! অভিযোগের বদলে হাই, হ্যালো, গুডমর্নিংয়েই উপচে পড়ছে হোয়াটসঅ্যাপ
এবছর কৌশিকী অমাবস্যাতেও রেকর্ড মদ বিক্রি হয়েছিল শুধু তারাপীঠেই। একরাতেই ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল তারাপীঠে। কৌশিকী অমাবস্যায় এবার মা তারার দর্শনে এসে মদেই মেতেছিলেন ভক্তদের একটা বড় অংশ।
আরও পড়ুন- জামিনেই ‘সাত খুন মাফ’? যাদবপুরে ছাত্র মৃত্যুতে ধৃতদের নিয়ে অবস্থান স্পষ্ট কর্তৃপক্ষের
তারপর একে একে কেটেছে দুর্গাপুজো, কালীপুজো ও সব শেষে জগদ্ধাত্রী পুজো। উৎসবের মরশুমে এবছর মদ বিক্রিতে রাজ্যজুড়ে ভালো আয় হয়েছে সরকারের। তবে কালীপুজোর তিন দিনে মদে লাভের এই হিসেবটা অনেক রেকর্ডই ভেঙে দিয়েছে।