Advertisment

মদে 'মালামাল' রাজ্য! কালীপুজোয় বাম্পার বিক্রি! লাভের অঙ্কটা জানলে মাথা ঘুরে যাবে

কালীপুজোর তিন দিনে রেকর্ড মদ বিক্রি হয়েছে রাজ্যজুড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Liquor sales in bengal have increased several times during Kali Puja than Durga Puja

মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের।

এবার কালীপুজোর তিন দিনে রেকর্ড মদ বিক্রি হয়েছে রাজ্যজুড়ে। কালীপুজোর মরশুমে তিন দিনে মদ বিক্রি করে বিরাট অঙ্কের লাভ ঘরে তুলেছে রাজ্য সরকার। দুর্গাপুজোর চেয়েও কালীপুজোর তিন দিনে রাজ্যজুড়ে মদের বিক্রি একলাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, এবছর কালীপুজোর সময় তিন দিনে মদ বিক্রি করে সাড়ে তিনশো কোটি টাকা ঘরে তুলেছে রাজ্য সরকার। গত ১৩ নভেম্বর মদ বিক্রি করে রেকর্ড লাভ করেছে রাজ্য। শুধু ওই দিনই নয়, ১৪ এবং ১৫ নভেম্বরেও মদের বাম্পার সেল বাংলায়। দুর্গাপুজোর ৫ দিন আর কালীপুজোর তিন দিনে রাজ্য সরকার শুধু মদ বিক্রি করে যা আয় করেছে তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য। আয়ের অঙ্কটা হাজার কোটির কাছাকাছি বলে সূত্রের দাবি।

আরও পড়ুন- আজব কাণ্ড দিঘায়! অভিযোগের বদলে হাই, হ্যালো, গুডমর্নিংয়েই উপচে পড়ছে হোয়াটসঅ্যাপ

এবছর কৌশিকী অমাবস্যাতেও রেকর্ড মদ বিক্রি হয়েছিল শুধু তারাপীঠেই। একরাতেই ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল তারাপীঠে। কৌশিকী অমাবস্যায় এবার মা তারার দর্শনে এসে মদেই মেতেছিলেন ভক্তদের একটা বড় অংশ।

আরও পড়ুন- জামিনেই ‘সাত খুন মাফ’? যাদবপুরে ছাত্র মৃত্যুতে ধৃতদের নিয়ে অবস্থান স্পষ্ট কর্তৃপক্ষের

তারপর একে একে কেটেছে দুর্গাপুজো, কালীপুজো ও সব শেষে জগদ্ধাত্রী পুজো। উৎসবের মরশুমে এবছর মদ বিক্রিতে রাজ্যজুড়ে ভালো আয় হয়েছে সরকারের। তবে কালীপুজোর তিন দিনে মদে লাভের এই হিসেবটা অনেক রেকর্ডই ভেঙে দিয়েছে।

Kali Puja 2023 West Bengal Government West Bengal Record Alchohol Sell Durga Puja 2023
Advertisment