Advertisment

দেখেই আত্মারাম খাঁচা, পাড়ে ঘাপটি মেরে প্রকাণ্ড এটা কী?

কী হয়েছে?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
living crocodile was rescued from Bhagirathi at Agradwip in East Burdwan , পূর্ব বর্ধমানের আগ্রদ্বীপে ভাগীরথী থেকে উদ্ধার জ্যান্ত কুমীর

উদ্ধার হওয়া সেই কুমীর।

কয়েক দিন ধরেই ভাগীরথী নদিতে ভেসে থাকতে দেখা যাচ্ছিল একটি কুমিরকে। তা নিয়ে পূর্ব বর্ধমানে কাটোয়ার অগ্রদ্বীপ কালিকাপুর গ্রামের বাসিন্দা মহলে আতঙ্ক তৈরি হয়েছিল। শেষমেশ বুধবার বিশাল আকৃতির ওই কুমিরটিকে পাকড়াও করতে সক্ষম হল বনদফতরের কর্মীরা। গ্রামবাসীদের সঙ্গে বনদফতরের কর্মীরা এ দিন ভাগীরথীতে অভিযানে নেমে সাত ঘন্টার চেষ্টায় কুমিরটিকে জালে তুলতে সক্ষম হয়। জ্যান্ত কুমীর দেখতে ভাগীরথীর তীরে মানুষের ভিড় উপচে পড়ে। আপাতত কুমিরটিকে রাখা হয়েছে কাটোয়ার বনদফতরের অফিসে।

Advertisment

কাটোয়ার অগ্রদ্বীপের কালিকাপুরে ভাগীরথী নদি পারাপারের ফেরিঘাট। এ দিন ভোরে ফেরিঘাট চালু করতে আসেন ঘাট কর্তৃপক্ষ অভিজিৎ হালদার। তখনই তিনি দেখেন কুমিরের মত দেখতে লম্বা একটা প্রাণী ঘাটের কাছে শুয়ে আছে। ভয়ে ভয়ে একটু এগিয়ে গিয়ে তিনি নিশ্চিৎ হন প্রাণীটি সত্যিই কুমির। যার দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। এর পরেই তিনি গ্রামের মানুষজনকে কুমিরের বিষয়ে জানান। খবর যায় বনদফতরে। বেলা সাড়ে দশটা নাগাদ বন দফতরের লোকজন ওই স্থানে পৌছান। এরপর গ্রামবাসী ও বনদফতরের কর্মীরা একযোগে প্রচেষ্টা চালিয়ে কুমিরটিকে বাগে আনে।

বর্ষায় ভাগীরথী নদিতে জল বাড়তেই কয়েকদিন আগে দেখা মিলেছিল ঘরিয়ালের। এবার ভাগীরথীতে বিশাল আকৃতির কুমিরের মিলল। ফলে আতঙ্কে ভাগীরথী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জেলার বন আধিকারিক নীশা গোস্বামী জানান, 'কাটোয়ার অগ্রদ্বীপে ভাগীরথী নদি থেকে যে প্রাণীটি ধরা হয়েছে সেটা ঘোরিয়াল নয় কুমির।শারীরিক অবস্থা বোঝার জন্য কুমিরটিকে এখন একটু পর্যবেক্ষনে রাখা হয়েছে। পরে ভাগীরথী নদির কোন এক জায়গায় সহায়ক পরিবেশে খুঁজে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে।'

East Burdwan Crocodile burdwan
Advertisment