Advertisment

স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, বরাতজোরে এড়াল বিরাট বিপদ!

প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Local train derailed at burdwan station

লাইনচ্যুত লোকাল ট্রেন। ছবি: প্রদীপ চট্টোপাধ্যায়।

প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন। সোমবার সকালে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় বর্ধমান স্টেশনে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ররা। তবে ট্রেনটিতে যাত্রীরা না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

Advertisment

ঠিক কী ঘটেছিল এদিন? রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বর্ধমান স্টেশনের কাছে থাকা রেল ইয়ার্ড থেকে একটি লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছিল। সকাল ৯টা ১৫ নাগাদ আচমকা রেল ট্র্যাক থেকে নেমে যায় ট্রেনটির বেশ কয়েকটি বগি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ট্রেনটিতে যাত্রীরা না থাকায় এড়ায় বড় বিপদ।

publive-image
লাইনচ্যুত ট্রেনটি ট্র্যাকে তোলার চেষ্টায় রেলের ইঞ্জিনিয়ররা। ছবি: প্রদীপ চট্টোপাধ্যায়।

খবর পেয়ে ঘটানস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ররা, পৌঁছে যান রেল আধিকারিকরাও। ট্র্যাক থেকে নেমে যাওয়া ট্রেনটির বগিগুলিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়।

publive-image

যদিও ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলেও এর জেরে ট্রেন চালাচলে কোনও সমস্যা হয়নি। ওই রুটের সব ট্রেনই সময়ে চলাচল করছে বলে জানা গিয়েছে। তবে এদিন ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল তা খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়ররা। ট্রেনটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

burdwan Local Train
Advertisment