আবারও লাইনচ্যুত লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা যাত্রীদের। প্রবল ঝাঁকুনি দিয়েই আচমকা দাঁড়িয়ে পড়ে চলন্ত ট্রেন। আতঙ্কে তটস্থ হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান অনেকে। খবর পেয়ে দমদম স্টেশনে ছুটে যান রেলের পদস্থ কর্তারা। এই ঘটনার জেরে শনিবার সকাল ৯.৩৮-এর পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমদম স্টেশনের এই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তি যাত্রীদের।
জানা গিয়েছে, শনিবার সকাল ৯.৩৮ মিনিট নাগাদ দমদম স্টেশনের ৫ নং প্ল্যাটফর্মে এই বিপত্তি ঘটে। ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল দমদম স্টেশন ছাড়তেই আচমকা তার একটি বগি লাইনচ্যুত হয়। প্রবল ঝাঁকুনি দিয়ে চলন্ত ট্রেন হঠাৎ দাঁড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। ঠিক কী কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে প্রথমটায় বুঝেই উঠতে পারেননি যাত্রীরা।
আরও পড়ুন- এবার পুরী গেলে যাবেনই যাবেন এতল্লাটে! কোলাহলমুক্ত অপূর্ব এই প্রান্ত পুরীর নতুন আবিষ্কার
পরে বিষয়টি স্পষ্ট হয়। এদিকে, এই বিপত্তির খবর পেয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। কী কারণে এই বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়। প্রায় সোয়া দু'ঘণ্টা পর ট্র্যাকে তোলা হয় ট্রেনটির লাইনচ্যুত বগিটিকে। ধীরে ধীরে সেটিকে কারশেডে নিয়ে যাওয়া হয়।
তবে এর জেরে দমদম স্টেশনের ৫ নং লাইন দিয়ে ট্রেন চলাতল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। রেল পরিষেবা ব্যাহত হওয়ায় কাজের দিনে ভোগন্তি বাড়ে যাত্রীদের। ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল তা খতিয়ে দেখছে রেল।
আরও পড়ুন- বাংলায় লগ্নি সৌরভের, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে স্পেন থেকেই বিরাট বার্তা মহারাজের