কাজের দিনে আবারও ট্রেন বিভ্রাট। সাতসকালে শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা যাত্রীদের একাংশের। ট্রেনচালককে মারধরের চেষ্টা হয় বলেও অভিযোগ। রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, সাত সকালে লোকাল ট্রেন চলাচল ব্যহত হওয়ায় তীব্র ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, এদিন বনগাঁ থেকে ছেড়ে গিয়ে বামনগাছিতে গিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। সিগন্যালিংয়ের সমস্যার জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। বারাসতে সিগন্যালিং ব্যবস্থা বিকল থাকার জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। এর জেরে এদিন সকালে বনগাঁ-শিয়ালদহ আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন- তুমুল সমালোচনায় নড়ল টনক, মালদা-কাণ্ডে পুলিশের বিরুদ্ধে বেনজির অ্যাকশন!
দিনের ব্যস্ত সময়ে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। কাজের দিনে কর্মস্থলের উদ্দেশে যেতে বেরিয়ে ট্রেন না পেয়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
ঘণ্টা খানেক ধরে ট্রেন বন্ধের পর তা চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সিগন্যালিংয়ের সমস্যা ঠিক করার চেষ্টা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে বলে জানা গিয়েছে। যদিও যাত্রীদের ক্ষোভ কমেনি। প্রতিদিন শিয়ালদহ বনগাঁ রুটে হাজার-হাজার যাত্রী যাতায়াত করেন। কলকাতার দিকে যেতে গেলে রেলপথই বনগাঁর দিক থেকে অন্যতম প্রধান ভরসা। কাজের দিনে সাতসকালে এই ট্রেন বিভ্রাটে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।