করোনা আবহে অবশেষে আগামী সপ্তাহ থেকে ফের গড়াবে লোকাল ট্রেনের চাকা। সব ঠিক থাকলে আগামী বুধবার থেকেই বাংলায় চালু হবে লোকাল ট্রেন পরিষেবা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে দক্ষিণ-পূর্ব রেল শাখাতেও চালানো হবে লোকাল ট্রেন। মোট ৮১টি লোকাল ট্রেন চালানো হবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে এদিন জানানো হয়েছে। এই ৮১টি ট্রেনের মধ্য়ে আপ লাইনে চলবে ৪০টি ট্রেন ও ডাউন লাইনে চলবে ৪১টি ট্রেন।
আপ লাইনে কোন কোন ট্রেন চলবে?
দক্ষিণ-পূর্ব রেলের তরফে শনিবার জানানো হয়েছে, আপ লাইনে মোট ৪০টি লোকাল ট্রেন চলবে। ১৩টি লোকাল চলবে হাওড়া-মেদিনীপুর রুটে। ৮টি হাওড়া-পাঁশকুড়া লোকাল ট্রেন চলবে। ১টি সাঁতরাগাছি-পাঁশকুড়া লোকাল, ৪টি হাওড়া-আমতা লোকাল, ২টি হাওড়া-হলদিয়া, ৪টি হাওড়া-খড়গপুর, ২টি হাওড়া-মেচেদা, ১টি শালিমার-মেচেদা, ২টি সাঁতরাগাছি-মেচেদা, ১টি পাঁশকুড়া-দিঘা, ১টি মেচেদা-দিঘা ও ১টি শালিমার-সাঁতরাগাছি লোকাল চলবে।
আরও পড়ুন: কালীপুজোতে রাজ্যের সর্বত্র নিষিদ্ধ বাজি বিক্রি ও পোড়ানো, নির্দেশ হাইকোর্টের
ডাউন লাইনে কোন কোন ট্রেন চলবে?
দক্ষিণ-পূর্ব শাখায় ডাউন লাইনে মোট ৪১টি লোকাল ট্রেন চলবে। ১২টি মেদিনীপুর-হাওড়া, ৮টি পাঁশকুড়া-হাওড়া, ৩টি মেচেদা-হাওড়া, ১টি হাওড়া-বাগনান, ৪টি আমতা-হাওড়া, ৫টি খড়গপুর-হাওড়া, ২টি হলদিয়া-হাওড়া, ১টি দিঘা-পাঁশকুড়া, ১টি পাঁশকুড়া-সাঁতরাগাছি, ২টি সাঁতরাগাছি-শালিমার, ১টি দিঘা-মেচেদা, ১টি মেচেদা-সাঁতরাগাছি লোকাল চলবে।
ফেস মাস্ক, দূরত্ববিধির মতো প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে সকল যাত্রীদের কাছে আর্জি রেখেছে রেল। বুকিং কাউন্টারেই মিলবে টিকিট।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন