Advertisment

কাল থেকে ৯ জেলার কনটেনমেন্ট-বাফার জোনে লকডাউন

উত্তরবঙ্গের চার ও দক্ষিণবঙ্গের পাঁচ জেলার কনটেনমেন্ট-বাফার জোনে লাগু হবে লকডাউন। তবে কতদিন তা স্থায়ী হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় করোনার বাড়বাড়ন্ত।

কন্টেনমেন্ট-বাফার জোনে ফের লকডাউনের দাওয়াই রাজ্য সরকারের। গত সপ্তাহ দুয়েক ধরেই কলকাতায় করোনা সংক্রমণে বাড়বাড়ন্ত। তা রুখতে ফের কড়া ব্যবস্থা গ্রহণ করল রাজ্য। মঙ্গলবার নবান্ন থেকে সে সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকা অনুযায়ী আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কন্টেনমেন্ট জোনগুলিকে কড়া লকডাউন চলবে। তবে, কত দিনের জন্য লকডাউন জারি থাকবে তা স্পষ্ট করা হয়নি।

Advertisment

কোথায় কোথায় কনটেনমেন্ট জোন? জানতে ক্লিক করুন এখানে

গত চারদিনে রাজ্যে করোনায় রোজই মৃতের সংখ্যা বেড়েছে। পর পর তিন দিন আক্রান্তের সংখ্যা ৮০০-র বেশি। গত সপ্তাহের (২৯ জুন) শুরু থেকে বাড়তে বাড়তে রাজ্যে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৩ জন। এই পরিস্থিতিতে মঙ্গলবারই বৈঠকে বসেছিলেন রাজ্যের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্যরা। ওই বৈঠকে শেষেই রাজ্যের স্বারাষ্ট্র সচিব কলকাতা সহ দক্ষিণ বঙ্গের পাঁচ জেলা ও উত্তরবঙ্গের চার জেলায় লকডাউনের নির্দেশিকা জারি করেন। যা বৃহস্পতিবার থেকে লাগু হবে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলির কনটেনমেন্ট ও বাফার জোনে লকডাউন হবে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর, মালদায় বলবৎ হবে কঠোর লকডাউন।

আগামী ৯ জুলাই থেকে রাজ্যের কনটেনমেন্ট ও বাফার জোনে ক‍ঠোর লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। কনটেনমেন্ট ও বাফার জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে বলে খবর।

সরকারি পরিসংখ্যান অনুসারে কলকাতায় কমটেনমেন্ট-বাফার জোনের সংখ্যা ১৪৬। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা যথাক্রমে ২১৯ ও ১৫৫। হাওড়ায় কমটেনমেন্ট-বাফার জোন রয়েছে ২৭টি। অ্যাক্টিভ কেসের মধ্যে ৭৬ শতাংশই হচ্ছে এই তিন জেলা থেকে।

কলকাতায়, ভবানীপুর, ফুলবাগান, কাঁকরগাছি, বেলেঘাটা, উল্টোডাঙা, হাডকো, আলিপুর, বিজয়গড়, যাদবপুর, নিউ আলিপুর, কসবা, মুকুন্দপুর ও অজয়নগর কনটেনমেন্ট-বাফার জোনের অন্তর্ভুক্ত। শহরের এইসব এলাকায় কঠোর লকডাউন বলবৎ হবে।

উত্তর ২৪ পরগনার মধ্যে বিধাননগরের ১৭টি ওয়ার্ড, ব্যাপরাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কমটেনমেন্ট জোন বলে চিহ্নিত করা হয়ছে। ব্যাপরাকপুর শিল্পাঞ্চলের মধ্যেই পাট কলগুলো অবস্থিত। গত মাসেই এই সব কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কিন্তু, নতুন করে লকডাউনের ফলে পাট কলে ফের উৎপাদন ব্যহত হতে পারে বলে আশঙ্কা।

publive-image

বারুইপুর, রাজপুর-সোনারপুর, বজবজ, ঠাকুরপুকুর, পুজালি ও মহেশতলা দক্ষিণ ২৪ পরগনার কমটেনমেন্ট বলে জানিয়েছে সরকার। এছাড়া হাওড়ার পুরসভার ২৫টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ লাগু হবে।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া কমটেনমেন্ট জোনে সব কাজ বন্ধ রাখতে হবে। ওই এলাকার সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে। চলবে না যানবাহন। বাজার, শিল্পাঞ্চল, অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য সব দ্রব্যের বিক্রিবাটা বন্ধ থাকবে। এইসব অঞ্চলের বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়ার বিষয়টিও সরকারি নজরদারিতে থাকবে।' সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না বলেই মত রাজ্য সরকারের আধিকারিকদের।

মালদা ও দার্জিলিং জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। মালদার জেলা সদর ইংরেজ বাজার, পুাতন মালদায় সম্পূর্ণ লকডাউন জারি হয়েছে। অত্য়াবশ্যকীয় পরিষেবা ছাড়া সব কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১১ পর্যন্ত সবজি বাজার কোলা থাকবে। ব্যক্তিগত যানবাহন চলবে না।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Lockdown corona
Advertisment