Advertisment

কলকাতায় চালু হল অন্তর্দেশীয় উড়ান

আমফানে বিধ্বস্ত কলকাতায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় এই পরিষেবা। সংখ্যা কমিয়ে বৃহস্পতিবার কলকাতা থেকে মোট পাঁচটি শহরে দশটি উড়ান চালু হল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশব্যপী চতুর্থ দফার লকডাউনের মধ্যে অর্ন্তদেশীয় বিমান চলাচল করা শুরু হলেও আমফানে বিধ্বস্ত কলকাতায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় এই পরিষেবা। সংখ্যা কমিয়ে বৃহস্পতিবার কলকাতা থেকে মোট পাঁচটি শহরে দশটি উড়ান চালু হল। এদিন কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়েই দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই এবং গুয়াহাটির উদ্দেশে যাত্রা করে ১০টি বিমান।

Advertisment

প্রসঙ্গত, সোমবার অর্থাৎ ২৫ তারিখ থেকেই দেশের অন্য শহরগুলি থেকে অন্তর্দেশীয় উড়ান চালু হয়েছে। আমফানের কারণে বিপর্যস্ত কলকাতা বিমানবন্দরের পরিস্থিতি এবং রাজ্যের পরিস্থিতি বিচার করে কেন্দ্রের কাছে উড়ান পরিষেবা তিন দিন পিছনোর আর্জি জানায় রাজ্য সরকার।

আজ সকাল ৬টা ৫ মিনিটে গুয়াহাটির জন্য প্রথম বিমানটি উড়ে যায় কলকাতা থেকে। অন্যদিকে সকাল ৬টা ৫০ এ দিল্লি থেকে কলকাতায় আসে প্রথম বিমানটি। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, লকডাউনের নিয়ম মেনেই যাত্রীদের সবরকম পরীক্ষা করা হচ্ছে।চলছে স্যানিটাইজেশনও।

কলকাতায় আসা যাত্রীদের জন্য বেশ কয়েকটি নিয়ম জানিয়েছে রাজ্য সরকার। যেমন ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। ডিজিসিএ-র নির্দেশিকা অনুযায়ী, শুরুতে প্রতিটি বিমানবন্দর থেকে এক তৃতীয়াংশ উড়ান চালু হওয়ার কথা। সেই হিসেবে কলকাতা থেকে ৮৫টি উড়ান চালুর কথা ছিল। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত ১০টি বিমান ছাড়া হচ্ছে এবং ১১টি বিমান অবতরণ করছে কলকাতা বিমানবন্দরে।

কলকাতা থেকে গন্তব্য রওনা দিল যে বিমানগুলি:

সকাল ৬.০৫- কলকাতা থেকে গুয়াহাটি

সকাল ৭.১৫- কলকাতা থেকে দিল্লি

সকাল ৭.৩৫- কলকাতা থেকে দিল্লি

সকাল ৯.৪৫- কলকাতা থেকে বেঙ্গালুরু

সকাল ১০.২৫-কলকাতা থেকে দিল্লি

সকাল ১০.৩৫- কলকাতা থেকে দিল্লি

সকাল ১০.৪৫- কলকাতা থেকে চেন্নাই

সকাল ১০.৫৫- কলকাতা থেকে মুম্বাই

বেলা ১২.০৫- কলকাতা থেকে ডিব্রুগড়

বেলা ৩.২৫- কলকাতা থেকে মুম্বাই

বিকেল ৫.৫৫- কলকাতা থেকে মুম্বাই

কলকাতায় আজ এসে পৌঁছল যে বিমানগুলি:

সকাল ৬.৫০- দিল্লি থেকে কলকাতা

সকাল ৮.১০- দিল্লি থেকে কলকাতা

সকাল ৮.৩০- মুম্বাই থেকে কলকাতা

সকাল ৮.৪৫- মুম্বাই থেকে কলকাতা

সকাল ৯.১০- বেঙ্গালুরু থেকে কলকাতা

সকাল ৯.৩০- দিল্লি থেকে কলকাতা

সকাল ৯.৪৫- চেন্নাই থেকে কলকাতা

বেলা ১২.৪০- দিল্লি থেকে কলকাতা

বেলা ২.৩০- মুম্বাই থেকে কলকাতা

বেলা ২.৪৫- গুয়াহাটি থেকে কলকাতা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

flight kolkata
Advertisment