কিন্তু রিষড়া স্টেশনের লেভেল ক্রসিংয়েই আটকে দেওয়া হয় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পুলিশ জানায়, ১৪৪ ধারা জারি থাকায় অশান্তি এলাকায় যেতে পারবেন না লকেট। যা শুনেই রনংদেহী হয়ে ওঠেন সাংসদ। পুলিশের সঙ্গে তীব্র বচসা জডা়ন লকেটের। তাঁর প্রশ্ন, ১৪৪ ধারা বলবৎ মানে পাঁচ জনের বেশি একসঙ্গে জড়ো হওয়া যাবে না। কিন্তু তাঁদের মাত্র দু’জন যাওয়ায় পুলিশের কোথায় আপত্তি?
পুলিশ সাংসদকে বাধা দিতে অনড় ছিল। অন্যদিকে রিষড়ায় প্রবেশে অনড় মনোভাব দেখান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উপয়পক্ষের 'টাফ টক'-এর পর বিকেল ৪.২০ নাগাদ সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর অনুগামীদের নিয়ে রিষড়া প্ল্যাটফর্মের উপর বসে পড়েন।
স্টেশন থেকেই লকেট বলেন, 'পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপদে আছেন। বিজেপি নেতারা গেলেই কেন শুধু ১৪৪ ধারা। উনি উস্কানি দিচ্ছে। হনুমান জয়ন্তীতেও উনি অ্যালার্ট করেছেন। ফলে আপনারা সকলে সতর্ক থাকবেন। ওরা আবার বৃহস্পতিবার ঝামেলা করতে পারে।'
লকেট চট্টোপাধ্যায়ের এই পদক্ষেপ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'লকেট গতকাল দেবশ্রী চৌধুরীর কাছে অপমানিত হয়েছেন। সেটা ওঁর হজম হচ্ছে না। তাই বাংলায় ফিরে নাটক করতে শুরু করেছেন।'