Advertisment

Rachna-Locket: একই পুজো মণ্ডপ, ঢাক বাজালেন লকেট, ধুনুচি-নাচ রচনার!

Lok Sabha Polls 2024: বাসন্তী পুজোর মণ্ডপে একদা দুই তারকা বন্ধু।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
locket chaterjee rachna banerjee bjp tmc hooghly lok sabha polls 2024, একই পুজো মণ্ডপ, ঢাল বাজালেন লকেট, ধুনুচি-নাচ রচনার!

Election 2024: অন্য মেজাজে দুই ফুলের দুই তারকা প্রার্থী।

Hooghly Constituency 2024: ঢাক বাজালেন লকেট, ধুনুচি নাচলেন রচনা। একই পুজো প্রাঙ্গনে দুই প্রতিদ্বন্দ্বীকেই দেখা গেল নিজস্ব মেজাজে। তবে একসঙ্গে নয়। আগে এসেছিলেন রচনা, তিনি চলে যাওয়ার পর আসেন লকেট।

Advertisment

বাসন্তী পুজোর সন্ধ্যার ঘটনা। ঘটনাস্থল চুঁচুড়া। চুঁচুড়ার তোলাফটক যুবক সংঘের বাসন্তী পুজো এই বছর ৬৮তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর জাঁকজমক ছিল আকর্ষণীয়। আরও আকর্ষণীয় হয়ে ওঠে হুগলি লোকসভার দুই তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যখন এসে যোগ দেন এই পুজোতে। দু'জনেই এসে পুজো দিয়ে কেউ হাতে তুলে নিলেন ধুনুচি, আবার কারোর হাতে দেখা গেল ঢাকের কাঠি।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: কমিশনের হস্তক্ষেপ, অপূর্ণই থাকছে রাজ্যপালের ইচ্ছে

মঙ্গলবার ছিল বাসন্তী পুজোর মহা অষ্টমী। এই মহা অষ্টমীর দিনেই বাসন্তী পূজার উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের চমক দিয়ে মণ্ডপে আসেন দুই তারকা প্রার্থী। পুজোও দেন তাঁরা মা অন্নপূর্ণার কাছে। তবে, এ দিন আর ভোট নিয়ে কেউ কোনও কথা বলেননি।

ভোটের মুখে দুই তারকা প্রার্থীকে দেখতে পুজো মণ্ডপে ভিড় জমান কাতারে কাতারে মহিলা। যদিও ওই পুজো কমিটির সাধারণ সম্পাদক রাজেশ মণ্ডল জানান, আলাদা ভাবে কাউকেই তাঁরা আমন্ত্রন জানাননি। প্রত্যেকেই এসেছেন মায়ের টানে। দুই প্রার্থীরই দাবি, এর মধ্যে রাজনৈতিক কোন রং খোঁজার কারণ নেই। ঐতিহ্যমণ্ডিত এই পুজোর টানেই তাঁরা এসেছেন।

আরও পড়ুন- Mamata Banerjee: ফাঁপড়ে মমতা? বড় অভিযোগ করে বিজেপির নালিশ কমিশনে!

tmc bjp Locket Chatterjee Hooghly 2024 General Election Rachna Banerjee loksabha election 2024
Advertisment