Advertisment

Locket Chaterjee: ঈদের দিনে লোকাল ট্রেনে চমক বিজেপির লকেটের, জেলায় মেট্রো নিয়ে দিলেন বিরাট আশ্বাস

Lok Sabha Election 2024: সকালে ব্যান্ডেল বাজারে জনসংযোগ সেরে দলীয় কর্মীদের নিয়ে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে হাওড়াগামী লোকাল ট্রেনে উঠে পড়েন। সঙ্গে ছিলেন দলের আইনজীবি সেলের নেতা মৃন্ময় মজুমদার। ট্রেনের যাত্রীরা অবাক হয়ে যান লকেটকে দেখে। তাঁরাও লকেটের কাছে আরও উন্নত রেল পরিষেবার দাবি করেন।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Locket Chatterjee campaigned on local train and made a big promise by starting metro in Hooghly lok, ঈদের দিনে লোকাল ট্রেনে চমক বিজেপির লকেটের, জেলায় মেট্রো নিয়ে দিলেন বিরাট আশ্বাস

BJP: লোকাল ট্রেনে জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

Locket Chatterjee Campaigned On Local Train: ঈদের দিনে লোকাল ট্রেনে প্রচার সারলেন লকেট।রীতিমতো টিকিট কেটে বর্ধমান- হাওড়া ট্রেনে উঠে যান তিনি। কিন্তু ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার অনেক কর্মী উঠতে না পারায় পরবর্তী স্টেশন হুগলিতে নেমে যান। এরপর বাকি অনুগামীরা চলে এলে পুনরায় ট্রেনে উঠে মানকুন্ডু স্টেশন পর্যন্ত গিয়ে তিনি তাঁর প্রচার পর্ব সারেন।

Advertisment

লকেটকে দেখে ট্রেনযাত্রী বিশেষ করে মহিলাদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। লিফলেটের মাধ্যমে তিনি বিগত ৫ বছরে কি কি করেছেন তা তুলে ধরেন যাত্রীদের কাছে। আগামী দিনে রেলের আরও উন্নত হবে। ব্যান্ডেল স্টেশন আধুনিকীকরণ করা হচ্ছে। কাটোয়া লাইনে ট্রেন বাড়বে। যাত্রীদের প্রশ্নের উত্তরে জানান বিদায়ী সাংসদ।

আরও পড়ুন- Kirti Azad-Dilip Ghosh: কীর্তির ল্যাংচা ভাজা দেখে কী বলে উঠলেন দিলীপ? মন্তব্যে তুঙ্গে চর্চা!

আগামী দিনে মেট্রো রেল আরও সম্প্রসারিত হবে বলে আশ্বাস ও দেন লকেট। তাঁর আশ্বাস, 'হাওড়া পর্যন্ত মেট্রো চালু হয়েছে। আগামী দিনে হুগলিতেও চলবে। হাওড়ায় ঢুকে গেছে সেখান থেকে হুগলি এমন কিছু দূরে নয়। প্রধানমন্ত্রী সংকল্প নিয়েছেন উনি বলেছেন সংকল্প থেকে সিদ্ধি। তাই সংকল্প করতে হবে হাওড়া পর্যন্ত আসতে পারলে কেন হুগলি নয়।' লকেট চট্টোপাধ্যায়ের আশা, 'দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, এয়ারপোর্ট-হুগলির সঙ্গে যোগাযোগ হবে সরাসরি। আমি চাইব হুগলির মানুষ যেন সেই সুবিধা পায়।'

উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবারও বিজেপির প্রার্থী হয়েছেন। আর টিকিট পাওয়ার পর থেকেই অল-আউট খেলছেন তিনি। কারণ নিকটতম প্রতিদ্বন্দ্বী যে আরেক তারকা 'দিদি নম্বর ১' রচনা বন্দোপাধ্যায়। তিনিও প্রচারে ঝড় তুলেছেন। কাজেই প্রতিদ্বন্দ্বী তথা সহকর্মীকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ লকেট। ফলে প্রচারের প্রথম থেকেই চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার এপ্রান্তর থেকে ও প্রান্ত।

আরও পড়ুন- Sheikh Shahjahan: মমতার পুলিশে মোহভঙ্গ, নাকি কৌশল? ভোলবদল ‘সন্দেশখালির বাঘ’ শেখ শাহজাহানের!

আজ পবিত্র ঈদের দিনটাও হাতছাড়া করেননি। সকালে ব্যান্ডেল বাজারে জনসংযোগ সেরে দলীয় কর্মীদের নিয়ে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে হাওড়াগামী লোকাল ট্রেনে উঠে পড়েন। সঙ্গে ছিলেন দলের আইনজীবি সেলের নেতা মৃন্ময় মজুমদার। ট্রেনের যাত্রীরা অবাক হয়ে যান লকেটকে দেখে। তাঁরাও লকেটের কাছে আরও উন্নত রেল পরিষেবার দাবি করেন।

এই প্রথম নয়, গত বছর এপ্রিলেও আচমকা বালি স্টেশন থেকে লোকাল ট্রেনে সফর করতে দেখা গিয়েছিল লকেটকে। গত বছর অশান্তির কারণে রিষড়াতে উত্তাপ ছড়িয়েছিল। শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে দায় চাপায়। সড়ক পথে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে অনেক আগেই লকেটদের আটকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তখন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রিষড়ায় পৌঁছানোর চেষ্টা করেন লোকালে উঠে। যা নিয়ে হইচই পড়েছিল।

Locket Chatterjee Hooghly Local Train Metro Service loksabha election 2024
Advertisment