Locket Chatterjee: প্রশংসা নাকি বিদ্রূপ? শব্দের জাগলিংয়ে বোঝা গেল না! চুঁচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে তাঁর মন্তব্য এখন জোর চর্চায়। বিশেষ কিছু কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ খানিকটা এগিয়ে রাখলেন হুগলির BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেটের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আপনার কাছে তৃণমূলের মধ্যে ফেভারিট কোন নেতা? উত্তরে লকেট যা বললেন তা নিয়ে চর্চা জারি।
মমতা প্রসঙ্গে কী বললেন লকেট?
'ফেভারিট বলব না। তবে সত্যিকারের কেউ যদি লড়াই করে থাকেন… আজকে ৩৪ বছরের বাম শাসনকে উনিই হঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। যে সময়ে হঠিয়েছিলেন সেই সময়ে সবাই ওনাকে ভোট দিয়েছিল। লড়াইটা করেছিলেন উনিই। তারপরে কিন্তু লড়াইয়ে ওরকম কেউ নেই। বাকিরা যাঁরা এসেছেন সবাই ওনার নাম করে। লড়াইটা কেউ করেননি।"
লকেট আরও বলেন, "লড়াইয়ের দিক থেকে আমি বলব, আমি একজন মহিলা। আমি জানি লড়াইটা কত শক্ত হয় একজন মহিলার পক্ষে। তবে উনি যেটা ভেবে এসেছিলেন ওনার লাইনটা ঘুরে গেছে। হয়তো নিজের পরিবারের জন্য হতে পারে। প্রায়োরিটি বদলে গেছে। মহিলাদের প্রায়োরিটি দিতে এসেছিলেন কিন্তু এখন সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে মহিলারাই।"
জমে উঠেছে হুগলির লড়াই। হুগলিতে এবারেও বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ই BJP-র বাজি। লকেটের বিরুদ্ধে তৃণমূল (TMC) এবার প্রার্থী করেছে রাজনীতির আঙিনায় একেবারে আনকোরা একদা তাঁরই সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee)।
'দিদি নং ১' খ্যাত রচনা প্রচারে বেরিয়ে হুগলি লোকসভা কেন্দ্র চষে ফেলছেন। ইতিমধ্যেই রচনার বেশ কিছু মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। হুগলিতে এবার লকেটকে হারিয়ে জয়ের ব্যাপারে ভীষণ রকমের আশাবাদী রচনা। তবে এই কেন্দ্রে এবার শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে ৪ জুন।