scorecardresearch

‘ঝাঁটা, হাতা, খুন্তি, বঁটি নিয়ে বেরোন’, ‘গা গরম করা’ হুঙ্কার লকেটের

ভয়ঙ্কর নিদান লকেট চট্টোপাধ্যায়ের।

locket chatterjees threats tmc without taking name
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

ভয়ঙ্কর নিদান বিজেপিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। মহিলাদের খুন্তি, বঁটি, শিলনোড়া নিয়ে প্রতিরোধের আহ্বান বিজেপি সাংসদের। বাঁকুড়ায় দলীয় সভা সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তৃণমূলকে তুলোধনা গেরুয়া দলের ডাকাবুকো এই নেত্রীর। লকেট চট্টোপাধ্যায়ের এই বেনজির হুঁশিয়ারির বিরুদ্ধে মুখ খুলেছে তৃণমূলও।

পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ কর্মসূচি তুঙ্গে তুলেছে বিজেপি, তৃণমূল থেকে শুরু করে বাম-কংগ্রেস। রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়িও ফি দিন জোর চর্চায় উঠে আসেছে। প্রায় নিয়ম করে কখনও শাসকদলের নেতা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়া করছেন, কখনও আবার বিরোধীরাও শাসক শিবিরকে তুলোধনা করে ময়দান কাঁপাচ্ছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় দলের সভা সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তৃণমূলকে বেনজির হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেত্রী।

আরও পড়ুন- ভরা মাঘেও উধাও শীত, বিদায়ের পথে ঠান্ডা? বৃষ্টি ভাসাবে কোন জেলা?

তিনি বলেন, ‘প্রতিশোধ না নিলেও প্রতিরোধ তৈরি করতে হবে। প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করতে হবে। আগামীদিনে মহিলাদেরই নেতৃত্ব দিতে হবে। খুন্তি, বঁটি, সাঁড়াশি, শিলনোড়া নিয়ে মহিলাদের নিয়ে বেরিয়ে আসতে হবে। ঝাঁটা নিয়ে বেরিয়ে আসতে হবে।’

আরও পড়ুন- বঙ্গে মোহন ভাগবত, সঙ্ঘ প্রধানের প্রথম দিনের সফর ঘিরে চরম রহস্য

লকেটের এই হুঁশিয়ারিতে বেজায় চটেছে তৃণমূলও। জোড়াফুলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সংবাদমাধ্যমে বলেন, ‘লকেট চট্টোপাধ্যায় কয়েক মাস আগেও ওঁর দলে বিদ্রোহ তৈরির চেষ্টা করছিলেন। লোকসভা ভোটের আগে দলে নিজের নম্বর বাড়াতে এসব বলছেন। বিজেপির মুখে নারী ক্ষমতায়নের কথা মানায় না। বিজেপি বাংলার মানুষের দ্বারা প্রত্যখ্যাত হয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষরা উস্কানিমূলক মন্তব্য করছেন। রাজনৈকিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না। যত এসব বলবে মানুষের দ্বারা ততই ওরা প্রত্যাখ্যাত হবে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Locket chatterjees threats tmc without taking name