Abhishek Banerjee-Lok Sabha Election 2024: তৃণমূলে নবীন-প্রবীণ নিয়ে বিতর্কটা দানা বেঁধেছিল লোকসভা ভোটের কয়েক মাস আগে থেকেই। প্রকাশ্যে সেভাবে বিশদে না বললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'বয়স বাড়লে প্রোডাক্টিভিটি কমে' শীর্ষক মন্তব্য রীতিমতো হইচই ফেলে দিয়েছিল তৃণমূলের অন্দরেই।
রাজনৈতিক মহলের একাংশ বলতে শুরু করেছিলেন, দলের নবীনদের হয়েই এবার খুল্লমখুল্লা ব্যাট ধরেছেন অভিষেক। লোকসভা নির্বাচনে সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা আবার প্রার্থী হোন সেটা বোধ হয় চান না তৃণমূলের প্রধান সেনাপতি। যদিও রাজনৈতিক মহলের একাংশের সেই আশঙ্কা উড়িয়ে ফের একবার লোকসভা ভোটে সৌগত, কল্যাণ, সুদীপদের টিকিট দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায়।
এবার দেখার ছিল অভিষেক সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের কেন্দ্রে প্রচারে যান কিনা। এবারের ভোটের প্রচার পর্বের শুরুর প্রথম থেকেই নজর ছিল এই বিষয়টিতে। নির্বাচন পর্বে রাজ্যের ৪২টা লোকসভা কেন্দ্রের প্রায় প্রতিটি প্রান্তেই চষে ফেলেছেন অভিষেক। তবে শ্রীরামপুর, উত্তর কলকাতা কিংবা দমদম কেন্দ্রে ভোটের প্রচারে অভিষেক যান কিনা সেদিকে নজর রেখেছিল রাজনৈতিক মহল।
আরও পড়ুন- Bhangar Chaos: আবারও বোমাবাজি ভাঙড়ে, রেহাই নেই শিশুরও, আতঙ্কের এলাকায় অশান্তির স্রোত
পঞ্চম দফায় ভোট হয়েছে শ্রীরামপুরে। বর্ষীয়ান রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে এবারেও তৃণমূলের প্রার্থী। কল্যাণের কেন্দ্রে এবার প্রচারে যাননি অভিষেক। তা নিয়ে জলঘোলাও কম হয়নি দলে। এবার নজর ছিল উত্তর কলকাতায় সুদীপ বন্দোপাধ্যায় এবং দমদমে সৌগত রায়ের কেন্দ্রে।
আরও পড়ুন- Mango: অচিরেই হারিয়ে যাবে বাংলার সাধের আম? মারাত্মক আশঙ্কা দানা বাঁধতেই শুরু প্রবল প্রতিবাদ
আগামিকাল ১ জুন উত্তর কলকাতা এবং দমদমে নির্বাচন। গতকালই এই দুই কেন্দ্রেও ভোটের প্রচার শেষ হয়েছে। এই দুই কেন্দ্রেই কোনও রাজনৈতিক কর্মসূচি রাখেননি সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ, সৌগত, সুদীপদের কেন্দ্রে অভিষেকের প্রচারে না যাওয়ার বিষয়টি নিয়ে প্রকাশ্যে তৃণমূলের কোনও নেতাই মুখ খোলেননি। তবে জল্পনা কিছুতেই থামছে না।