Advertisment

Premium: উইকেন্ডে দিঘা ঘোরার প্ল্যান? এই দু'দিন বন্ধ থাকবে হোটেল বুকিং, যাওয়ার আগে জেনে নিন

Digha Hotel Booking: বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গরমের ছুটি চলছে। সেই কারণে দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুরে ব্যাপক ভিড় হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rom Howrahs Amata Jaipur to Digha in less time at just rupees 116 , আগের চেয়ে অনেক কম সময়ে পৌঁছোন দিঘায়, স্বপ্নের রুট কবে, কোথা থেকে চালু?

Digha-Tourism: মন জুড়ানো সমুদ্রের শোভা। (ফাইল ছবি)

Lok Sabha Election 2024 and hotel booking in Digha: এর মধ্যে দিঘায় গেলে পর্যটকরা বড় সমস্যা পড়তে পারেন। বর্তমানে দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটগ্রহণের দিন দুয়েক আগে থেকেই বাইরের লোকজন যেখানে ভোট হবে, সেই এলাকায় থাকতে পারেন না। তারই জেরে ২৩ মে, বৃহস্পতিবার থেকেই হোটেলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

কারণ, আগামী ২৫ মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এই নির্দেশ সাম্প্রতিক সময়ে প্রতিভোটের সময়ই মানা হয়। তাই প্রশাসন আলাদা করে লিখিতভাবে এনিয়ে প্রচার চালায়নি। যার ফলে, হোটেল মালিকদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্ত রয়েছে। কিন্তু, প্রচার সেভাবে হয়নি বলে ধরপাকড়ে কোনও খামতি নেই। বিভিন্ন হোটেল থেকে পর্যটকদের চলে যেতে বলারও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে যে পর্যটকরা ব্যাপারটা জানতেন না, তাঁরা পড়েছেন বিপাকে।

হোটেল মালিকরা এতে পর্যটকদের কোনও দোষ দেখছেন না। কারণ, বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গরমের ছুটি চলছে। সেই কারণে দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুরে ব্যাপক ভিড় হচ্ছে। কিন্তু, হলে হবে কী! এই অবস্থায় হোটেলে পর্যটকদের রাখা নিয়ে হোটেল মালিকরা সমস্যায় পড়েছেন। তাঁরা বলছেন, 'পুলিশ-প্রশাসন থেকে আমাদের মুখে বলা হয়েছে। ২৩ থেকে ২৫ মে-র মধ্যে যাতে কোনও হোটেল বুকিং নেওয়া না হয়, সেকথা বলে দেওয়া হয়েছে। কিন্তু, আমাদের লিখিত কিছু দেয়নি। সেই কারণে, অনেকে হোটেলমালিক বুঝতে পারছেন না, কী করা উচিত!'

দিঘা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, 'কমিশনের নির্দেশ মেনেই হোটেলগুলোকে বুকিং না নিতে বলা হয়েছে। বাইরের লোকজন যাতে এলাকায় ঢুকতে না পারেন, সেজন্য নজরদারি, চেকিং বাড়ানো হয়েছে। উপকূল এলাকাতেও নজরদারি চলছে।' কাঁথির মহকুমা শাসক এই ব্যাপারে বলেন, 'এই ব্যাপারে প্রশাসনের কোনও ভূমিকা নেই। কমিশন যা বলছে, সব সেভাবেই চলছে। বহিরাগতদের ভোটের সময় দিঘায় প্রবেশ করতে দেওয়া হবে না।'

tourism Digha Digha Tourism Digha-Shankarpur Board Tourist
Advertisment