Advertisment

Lok-Sabha Election 2024: কাঁটা দিয়ে কাঁটা তুলতে মরিয়া মমতা, বহরমপুরে অধীরকে হারাতে কী কৌশল, কাকে দায়িত্ব?

Mamata VS Adhir: বহরমপুরে এবার তৃণমূলের প্রেসটিজ ফাইট। অধীর চৌধুরীকে হারাতে প্রাণপাত করছেন তৃণমূল নেত্রী। তৈরি রণকৌশল। কিন্তু পারবেন কি?

author-image
IE Bangla Web Desk
New Update
Lok-Sabha Election 2024 Baharampur Mamata Banerjee Adhir Chowdhury humayun kabir tmc congress , হরমপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ মমতা ব্যানার্জী অধীর চৌধুরী হুমায়ুন কবীর কংগ্রেস তৃণমূল

Mamata-Adhir: বহরমপুর তৃণমূলের কাছে এবার সম্মানের লড়াই।

Baharampur Lok-Sabha Constituency 2024: আগামী ৭ মে, তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এরপর চতুর্থ দফাতেই রয়েছে প্রেসটিজ ফাইট। ওই পর্বে ভোট হবে অধীর চৌধুরীর বহরমপুরে কেন্দ্রে। নিজের দুর্গে অধীরকে হারাতে মরিয়া তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই বহরমপুরে ঘাঁটি গেড়েছেন তিনি। আগামী দিন তিনেক বহরমপুরের একটি রিসর্টে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জেলার বাকি দুই লোকসভা কেন্দ্রের ভোট পরিচালনা করে চলেছেন। বহরমপুরে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে হারাতে কৌশল পাকা করে ফেলেছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, গত শনিবারই চূড়ান্ত হয়েছে সব।

Advertisment

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানগোলায় বিধানসভায় উপনির্বাচন হবে লোকসভা ভোটের সঙ্গেই। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ চপারে করে বহরমপুরে পৌঁছন 'দিদি'। শাসক দলের অন্দরের খবর, সেখান থেকে বহরমপুরের রিসর্টে যাওয়ার আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে রণকৌশল তৈরিতে আলাদা করে বৈঠক করেন মমতা।

জানা গিয়েছে, বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে জেতাতেই রণকৌশলই হুমায়ুনের সঙ্গে প্রায় ১৫ মিনিটের বৈঠকে পাকা করেছেন মমতা। সেই বৈঠকেই ভরতপুরের দলীয় বিধায়ককে বিশেষ দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন- Indian Railway’s general ticket: জানেন ভারতীয় রেলে জেনারেল টিকিটের বৈধতা কতক্ষণ? নিয়ম ভাঙলেই চড়া জরিমানা!

ইউসুফ পাঠানকে প্রার্থী করায় শুরুতে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এই হুমায়ুনই। তাহলে হঠাৎ কেন দলের এই বিধায়ককেই আস্থা রাখলেন 'দিদি'? তৃণমূল সূত্রে খবর, হুমায়ুন কবীর বহরমপুর লোকসভা কেন্দ্র হাতের তালুর মতো চেনেন। সব পরিসংখ্যান, ভোটারদের আচরণ তাঁর চেনা। একসময় অধীর চৌধুরীর 'শিষ্য'ও ছিলেন তিনি। ফলে হুমায়ুনে ভরসা রেখেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে মরিয়া চেষ্টায় তৃণমূল সুপ্রিমো।

পরিসংখ্যান অনুসারে, ২০১৯ সালের লোকসভা ভোটে বহরমপুর বিধানসভা এলাকা থেকে বিপুল লিড পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তাতেই তাঁর জয় নিশ্চিত হয়। এবার সেই পথ বন্ধ করতে বহরমপুর পুরসভা এলাকায় পরুসভার চেয়ারম্যান নাড়ুগোপালকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নেত্রীর এই ভরসার পর ঘনিষ্ঠ মহলে নাকি হুমায়ুন কবীর জানিয়েছেন, মমতা তাঁর উপর যে আস্থা রেখেছেন রেখেছেন, তাঁর আশা তিনি তা রক্ষা করতে পারবেন। অন্যদিকে অধীর চৌধুরী দলীয় বৃতে দাবি করেছেন, বহরমপুরে পরাজয়ের 'আতঙ্কেই' মাননীয়া নাকি ব্যর্থ কৌশল রচনা করছেন।

Humayun Kabir CONGRESS adhir choudhury tmc loksabha election 2024 Mamata Banerjee
Advertisment