Lok Sabha Election 2024: মঞ্চে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চেই দাপুটে নেত্রীর ঢঙে ঝরঝরে ভাষণে তৃণমূলকে বেনজির আক্রমণ শানালেন রাজনীতির ময়দানে একেবারে আনকোরা রেখা পাত্র। রেখার বক্তৃতা মন দিয়েছেন শুনেছেন মোদীও। পরে ভাষণ দিতে উঠেই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে দারুণ এক সম্ভাবনার কথা বলে গেলেন মোদী।
রেখা কী বললেন?
"আপনাদের বোনের গায়ে কালি ছেটানো হচ্ছে। সেটা মিথ্যা। হয়তো জানতে বাকি নেই কারও। এই বোন কখনও ২ হাজার টাকায় কারও কাছে বিক্রি হয়নি। আর হবেও না। এই বোন আপনাদের সাথে ছিল ও আজীবন থাকবে।"
উল্লেখ্য, সন্দেশখালির বেশ কয়েকটি ভিডিও পরপর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওগুলির কয়েকটি তুলে ধরে সন্দেশখালির আন্দোলকারীদের একাংশের ২ হাজার টাকায় বিক্রি হওয়ার অভিযোগ তত্ত্ব সামনে আনেন রাজ্যের শাসকদলের কয়েকজন নেতা। তা ঘিরেই চূড়ান্ত বিতর্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- Lok Sabha Election 2024-Basirhat: বসিরহাট কব্জায় নিতে ‘মাস্টারপ্ল্যান’ BJP-র! সন্দেশখালির ড্যামেজ কন্ট্রোলে মরিয়া TMC, কী ‘কৌশল’ বামেদের?
এবার মোদীকে পাশে বসিয়ে সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন রেখা নিজে। এদিন রেখা পাত্রের চাঁচাছোলা এই ভাষণের প্রশংসা শোনা গিয়েছে মোদীর মুখেও। প্রধানমন্ত্রী এদিন বলেন, "বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্র কী দারুণ ভাষণ দিলেন। তৃণমূলের মধ্যে এমন একজনও নেতাও নেই যে রেখা পাত্রের মতো ভাষণ দিতে পারেন। দেশ দেখছে কীভাবে গরিবের একটি মেয়েকে বিজেপি দেশের সংসদে সম্মান পূর্বক নিয়ে যেতে এত বড় পদক্ষেপ করল। নারী শক্তির সম্মানের লড়াই লড়ছেন রেখা। রেখা শক্তিশালী হলে সংসদে মহিলাদের হয়ে আওয়াজ তুলবেন। ওঁর সাহস, হিম্মতের প্রশংসা করছি। তৃণমূলের এত বড় শক্তির বিরুদ্ধে লড়ছে। উনি মা দুর্গার সত্যিকারের পূজারী।"
আরও পড়ুন- Narendra Modi Ashoknagar Rally: রেখায় অগাধ আস্থা মোদীর! ‘বাংলার অলি-গলিতে শাহজাহান’, তৃণমূলকে তুলোধনায় সুর চড়ালেন নমো