Lok Sabha Election 2024-Bhangar: সপ্তম তথা শেষ পর্বের লোকসভা ভোটের দিনে অশান্তির আগুন জ্বলল ভাঙড়ে। গতকাল রাত থেকেই সাতুলিয়া, চণ্ডীহাট, রানিগাছি-সহ বেশ কিছু এলাকায় অশান্তি ছড়ায়। জায়গায়-জায়গায় ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। বেশ কয়েকজন জখমও হয়েছেন। এমনকী ISF প্রার্থীর গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। বেলা বাড়তেই হাতিশালাতেও দফায় দফায় অশান্তি-গণ্ডগোল। এক ISF এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদের বাড়ি বয়ে গিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
নির্বাচনের আগে থেকেই দফায় দফায় অশান্তির স্রোত বয়ে গিয়েছে ভাঙড়ে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এখন কলকাতা পুলিশের জিম্মায়। এলাকায় পুলিশি টহল, নাকা চেকিং বাড়িয়ে বেশ কয়েক মাস ধরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ।
তবে তাতে কাজের কাজ যে বিশেষ হয়নি তা গত কয়েক দিনের হিংসার ঘটনায় ফের একবার প্রমাণ হয়েছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বারবার অশান্ত হয়েছে ভাঙড়। আজ ভোটের দিনেও চূড়ান্ত অশান্তি ভাঙড়ের দিকে দিকে।
আরও পড়ুন- Sheikh Shahjahan-Sandeshkhali: ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’, শাহাজাহান-গড়ে তৃণমূল এবার কঠিন চ্যালেঞ্জের মুখে!
বেলা বাড়তেই ভাঙড়ের হাতিশালায় এক ISF এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই এলাকার কিছু অংশে ISF-এর প্রভাব বেশি। অভিযোগ, বাড়ি ধরে ধরে গিয়ে তৃণমূলের নেতারা হুমকি-শাসানি দিয়ে এসেছেন। আজ ভোটের লাইনে ওই এলাকা থেকে কেউ গেলেই তাদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন এলাকার তৃণমূল নেতা, এমনই অভিযোগ স্থানীয়দের কয়েকজনের।
আরও পড়ুন- Diamond Harbour: CPM প্রার্থীকে দেখে তাঁরই এজেন্টের প্রশ্ন ‘আপনি কে?’, ডায়মন্ড হারবারে তাজ্জব কাণ্ড ধরলেন প্রতীকূর!
কার্যত প্রাণভয়ে ওই এলাকার বহু পরিবার ভোটের দিন দুপুর পর্যন্ত ঘরবন্দী রয়েছেন। প্রশাসনের কাছে তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে তাঁদের ভোট দেওয়ার বন্দোবস্ত করুক। ইতিমধ্যেই গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হবে বলে জানা গিয়েছে ISF সূত্রে।