Advertisment

Bhangar Chaos: আবারও বোমাবাজি ভাঙড়ে, রেহাই নেই শিশুরও, আতঙ্কের এলাকায় অশান্তির স্রোত

Bhangar-TMC-ISF: আগামী ১ জুন ভাঙড়েও ভোট। দক্ষিণ ২৪ পরগনার জেলার এই এলাকাটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নির্বাচনের কয়েকদিন আগে থকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কলকাতা পুলিশের শাসনাধীন এই এলাকায়। ফি দিন রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে আইএসএফ। বৃহস্পতিবারে রাতেও বোমাবাজির ঘটানাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
lok sabha election 2024 bhangar tmc isf clash

Bhangar Chaos: SSKM-এ ভর্তি আহত দলীয় কর্মীকে দেখতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

Lok Sabha Election 2024-Bhangar: অশান্তি আরও বাড়ল ভাঙড়ে। এবার তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগে ISF-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামে। অভিযোগ, তৃণমূলের মিছিল যাওয়ার সময়ে বোমাবাজি করে ISF আশ্রিত দুষ্কৃতীরা। বোমার আঘাতে ওই তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের কয়েকজনের চিকিৎসা চলছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। বাকি ৪ জন ভর্তি এসএসকেএম হাসপাতালে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বোমাবাজির জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক ছাড়াও বাচ্চা এবং মহিলা মিলিয়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। ঘটনার পরেই তাঁদের সকলকে এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত স্থানীয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন ৩ জন। পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক-সহ ৪ জনের চোট গুরুতর হওয়ায় তাঁদের অন্যত্র রেফার করে দেন চিকিৎসকরা।

কলকাতার এসএসকেএস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এদিকে, এই ঘটনার খবর পেয়ে গতরাতেই SSKM হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। আহতদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

আরও পড়ুন- Premium: যাদবপুরে ‘বিরাট’ ফ্যাক্টর ভাঙড়! তৃণমূলকে কাঁটে কি টক্করে ফেলতে তৈরি CPM, কৌশলী BJP 

তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি, গোটা ঘটনায় ISF-এর হাত রয়েছে। তিনি কাঠগড়ায় তুলেছেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তিনি বলেন, "অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। মিছিলে বোমা মেরেছে। ৫ জন গুরুতর জখম হয়েছে। একজন শিশুও আহত। পঞ্চায়েত নির্বাচনে যেমন সন্ত্রাস করেছিল এখন লোকসভা ভোটের সময়েও তা করছে। সামজবিরোধীদের দিয়ে রাতের অন্ধকারে বোমা বাধাছে। রাজনৈতিকভাবে না পেরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা চেষ্টা করছে আইএসএফ।"

আরও পড়ুন- Kolkata Weather Today: রাজ্যজুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু, কাল থেকেই কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়?

পুলিশও জানিয়েছে গতরাতে ওই ঘটনার জেরে আহতের সংখ্যা ৫। জখম ৪ জনকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করেছে। তদন্তে নেমে ইতিমধ্যেই শেখ মোয়াজ্জেম নামে এক ISF কর্মীকে পুলিশ গ্রেফতারও করেছে। কীভাবে বোমা ফাটল কিংবা আদৌ বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ISF Bhangar Chaos CPIM tmc loksabha election 2024
Advertisment