Advertisment

Shah attacks Mamata: 'আপনার সময় শেষ, জেলে যেতেই হবে', মমতাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি শাহের, বিঁধলেন মহুয়াকেও

Amit Shah at Bengal: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় BJP প্রার্থী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সমর্থনে নির্বাচনী সভা করেছেন অমিত শাহ (Amit Shah)। সেই সভামঞ্চ থেকে এবার ফের একবার তাঁর মুখে শোনা গিয়েছে CAA প্রসঙ্গ। এই ইস্যুতে তৃণমূলনেত্রীকে নিশানা করেছেন মোদীর প্রধান সেনাপতি। মঙ্গলবার তারও আগে উলুবেড়িয়াতেও গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই কেন্দ্রের BJP প্রার্থী অরুণউদয় পালচৌধুরীর সমর্থনে নির্বাচনী সভামঞ্চ থেকেও দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছেন শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 bjp amit shah attacks tmc mamata banerjee

Shah attacks Mamata: ফের অমিত শাহের নিশানায় মমতা ব্যানার্জি।

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে বাংলায় এসে ঝড় তুলছেন মোদী-শাহরা। আজ ফের একবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে যারপরনাই নিশানা করলেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। একইসঙ্গে এবারের প্রচারে সম্ভবত এই প্রথম নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকেও (Mahua Moitra) হুঁশিয়ারি দিতে শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

Advertisment

কী বললেন অমিত শাহ?

"গোটা দেশ এগিয়ে যাচ্ছে। বাংলা পিছিয়ে পড়ছে। এখানে দুর্নীতি চলছে। এই অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ, তাপস পাল, কে একজন কুলপতি (নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত গোপাল দলপতির নামই সম্ভবত ভুলবশত কুলপতি বলে উল্লেখ করেছেন শাহ), এই লোকগুলো যুবকদের চাকরি দেওয়ার কেলেঙ্কারিতে, গরু পাচারে, কয়লা দুর্নীতিতে জেলে গিয়েছেন। আপনারা কখনও একসঙ্গে ৫০ কোটি টাকা দেখেছেন? এদের এক মন্ত্রীর কাছ থেকে ৫০ কোটি টাকা বেরিয়েছে। মমতাদিদিকে প্রশ্ন করছি এই ৫০ কোটি টাকা কার? শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, গরু পাচার, কয়লা পাচার, টাকা নিয়ে প্রশ্ন যাঁরা করেছেন তাঁরা তৈরি থাকুন জেলে যেতে হবে, কেউ ছাড় পাবেন না।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024: গরমে ‘ঠান্ডা’ থাকার দারুণ ‘দাওয়াই’! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ‘টোটকা’য় ম্যাজিকের মতো ‘কাজ’!

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় BJP প্রার্থী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সমর্থনে নির্বাচনী সভা করেছেন অমিত শাহ (Amit Shah)। সেই সভামঞ্চ থেকে এবার ফের একবার তাঁর মুখে শোনা গিয়েছে CAA প্রসঙ্গ। এই ইস্যুতে তৃণমূলনেত্রীকে নিশানা করেছেন মোদীর প্রধান সেনাপতি। মঙ্গলবার তারও আগে উলুবেড়িয়াতেও গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই কেন্দ্রের BJP প্রার্থী অরুণউদয় পালচৌধুরীর সমর্থনে নির্বাচনী সভামঞ্চ থেকেও দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছেন শাহ।

আরও পড়ুন- Supreme Court: অনুমতি দিল সুপ্রিম কোর্ট, নতুন করে কোন দিকে গড়াচ্ছে সন্দেশখালির জল?

tmc Mamata Banerjee amit shah loksabha election 2024
Advertisment