Advertisment

Dilip Ghosh: 'চমকালে নামটা জানাবেন দেখব কী করে গ্রামে থাকে', গরম ভাষণে আগুন ঝরালেন দিলীপ!

Lok Sabha Election 2024: এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন BJP-র এই ডাকাবুকো নেতা। কখনও লাঠি হাতে, কখনও ডমরু হাতে প্রচারে দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবার হাতে ত্রিশূল নিয়ে প্রচার সারছেন BJP নেতা। মঙ্গলবার বর্ধমানের ওড়গ্রামে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেও শাসকদলের উদ্দেশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি BJP প্রার্থীর।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh: আবারও স্বমহিমায় দিলীপ ঘোষ! ফের একবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে বেরিয়ে আগুন ঝরানো মন্তব্য BJP প্রার্থীর। শাসকদল তৃণমূলকে আক্রমণ করে দিলীপের হুঁশিয়ারি, "বেশিদিন আর বাড়ির ভাত খেতে পারবি না।" মঙ্গলবার বর্ধমানের ওড়গ্রামে ভোটের প্রচারে গিয়ে ঝাঁঝালো মন্তব্যে প্রতিপক্ষকে তুলোধনা BJP-র এই দাপুটে নেতার।

Advertisment

এবার লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন BJP-র এই ডাকাবুকো নেতা। কখনও লাঠি হাতে, কখনও ডমরু হাতে প্রচারে দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবার হাতে ত্রিশূল নিয়ে প্রচার সারছেন BJP নেতা। মঙ্গলবার বর্ধমানের ওড়গ্রামে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেও শাসকদলের উদ্দেশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি BJP প্রার্থীর।

কী বলেছেন দিলীপ ঘোষ?

"ঝান্ডা খুলে দিচ্ছে, ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে। আর বেশিদিন নেই। বেশিদিন আর বাড়ির ভাত খেতে পারবি না। বউয়ের গায়ে চার পদের গয়না। বউকে বাইকে চাপিয়ে বিরিয়ানি খেতে যাচ্ছে। এই সুখ আর বেশিদিন চলবে না। গ্রামের লোক তাড়া করলে সুন্দর সুন্দর ঘরবাড়ি ফেলে পালাতে হবে। ভাত জুটবে না। জেলে থাকতে হবে।"

আরও পড়ুন- Kolkata Heat Wave: চরম গরমে ফুটছে কলকাতা, আগুন ঢালছে সূর্য, মর্মান্তিক পরিণতি তরতাজা যুবকের

এখানেই থামেননি দিলীপ। প্রবল হুঁশিয়ারির সুরে BJP নেতা আরও বলেন, "আর ডাকাত-গুন্ডাদের দিয়ে ভোট লুঠ করতে দেব না। যে চমকাচ্ছে তার নামটা জানাবেন, দেখি সে কী করে গ্রামে থাকে। অনেক গুণ্ডাদের বিরুদ্ধে লড়াই করে সিধে করেছি।"

আরও পড়ুন- Kolkata Heatwave Record: আগুন-গরমে ফুটছে কলকাতা, আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে পরিস্থিতি! বৃষ্টির দিনক্ষণ জানুন

tmc dilip ghosh bjp loksabha election 2024
Advertisment