Advertisment

Lok Sabha Election 2024: লোকসভা ভোট ঘোষণার আগেই বড় চমক বিজেপির, প্রার্থী ঘোষণা, বাংলার কোন কেন্দ্রে কে?

EX- Lok Sabha Election 2024 BJP: প্রথম দফায় বিজেপির ১৬ রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা হল। প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছে বাংলার ২০টি আসনও।

author-image
IE Bangla Web Desk
New Update
Loksabha Election, BJP

Loksabha Election-BJP: বেজে গেল লোকসভা ভোটের দামামা। (ছবি: পার্থ পাল)

BJP Candidate List For Bengal: শনিবার দুপুরে বাংলা ছেড়েছেন প্রধানমন্ত্রী। তারপর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। বড় চমক দিলেন মোদী-নাড্ডারা। দিল্লি থেকে বিজেপির ১৬ রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা হল। প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছে বাংলার ২০টি আসনও। যাদবপুর, কাঁথি, আলিপুরদুয়ারে গতবারের প্রার্থী বদল করেছে গেরুয়া বাহিনী।

Advertisment

আসন্ন লোকসভা ভোটের জন্য বিজেপির ঘোষিত প্রথমদফার প্রার্থী তালিকায় নাম রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। এবারও মোদী প্রতিদ্বন্দ্বিতা করবেন বারাণসী থেকে। গুজরাটের গান্ধীনগর থেকেই ভোটের লড়াইয়ে নামছেন অমিত শাহ। পোরবন্দর থেকে লড়ছেন মনসুখ মান্ডবিয়া। অরুণাচল ওয়েস্টে কিরন রিজিজু, উত্তর পূর্ব দিল্লিতে মনোজ তিওয়ারি, নয়া দিল্লিতে বাসুরি স্বরাজ।

একই দিনে বাংলার ২০টি লোকসভা আসনেও বিজেপির প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। একনজরে পশ্চিমবঙ্গের কোন কেন্দ্রে কে পদ্ম প্রতীকে লড়াইয়ে নামছেন…

  • কোচবিহার - শ্রী নিশীথ প্রামাণিক
  • আলিপুরদুয়ার - শ্রী মনোজ টিগ্গা
  • বালুরঘাট - ড. সুকান্ত মজুমদার
  • মালদা উত্তর - শ্রী খগেন মুর্মু
  • মালদা দক্ষিণ - শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী
  • বহরমপুর - ড. নির্মল কুমার সাহা
  • মুর্শিদাবাদ - শ্রী গৌরী শঙ্কর ঘোষ
  • রানাঘাট - শ্রী জগন্নাথ সরকার
  • বনগাঁ - শ্রী শান্তনু ঠাকুর
  • জয়নগর - শ্রী অশোক কান্ডারী
  • যাদবপুর - ড. অনির্বাণ গাঙ্গুলি
  • হাওড়া - ড. রথীন চক্রবর্তী
  • হুগলি - শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়
  • কাঁথি - শ্রী সৌমেন্দু অধিকারী
  • ঘাটাল - শ্রী হিরন্ময় চট্টোপাধ্যায়
  • পুরুলিয়া - শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো
  • বাঁকুড়া - ড. সুভাষ সরকার
  • বিষ্ণুপুর - শ্রী সৌমিত্র খাঁ
  • আসানসোল - শ্রী পবন সিং
  • বোলপুর - শ্রীমতী প্রিয়া সাহা

কাঁথি লোকসভায় বর্তমান সাংসদ হলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তিনি খাতায়কলমে এখনও তৃণমূলের সাংসদ। বয়সজনীত কারণেই তিনি আর ভোটে দাঁড়াবেন না এটা একপ্রকার স্পষ্ট ছিল। এদিকে অধিকারীরাও কাঁথি নিজেদের দখলে রাখতে মরিয়া। সেই কারণেই বিরোধী দলনেতার ভাই সৌমেন্দুকে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করল বলে মনে করা হচ্ছে। দেখার বিষয় তমলুক কেন্দ্রে কাকে প্রার্থী করে পদ্ম শিবির।

মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপা গতবার অল্প ভোটে হেরেছিলেন। এবারও একই আসন তাঁকে দেওয়া হয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। গতবার এই কেন্দ্রে লড়েছিলেন অনুপম হাজরা। এবার লড়াইয়ের ময়দানে অনির্বান গঙ্গোপাধ্যায়। বিতর্ক উঠলেও হুগলিতে দাঁড়াচ্ছেন সেই লকেট চট্টোপাধ্যায়-ই।

আরও পড়ুন- সুদীপ হঠাও! ধনুক ভাঙা পণ কুণালদের, উত্তর কলকাতার প্রার্থী হিসাবে চাইছেন কাকে?

উল্লেখযোগ্য ঘাটালে এবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়। বর্তমানে ঘাটালের সাংসদ রয়েছেন তৃণমূলের দেব। সম্প্রতি দেবের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ। এবার কী তাহলে ঘাটাল দেব-হিরণ ডুয়েল দেখবে?আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। গতবার জিতেছিলেন বিজেপির জন বার্লা। এবার তাঁর জায়গায় প্রার্থী করা হল আদিবাসী নেতা তথা বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক টিগ্গাকে।

West Bengal tmc bjp loksabha election 2024 Candidate List
Advertisment