Advertisment

Mithun Chakraborty: ফের দলবদল? ভোটের সকালে বিরাট ঘোষণায় তোলপাড় ফেললেন মিঠুন চক্রবর্তী!

Mithun Chakraborty-BJP: বাম আমলে সিপিএমের তাবড় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মিঠুন চক্রবর্তীর। পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভার সাংসদ করে নিয়ে যান। যদিও তৃণমূলের সঙ্গেও সম্পর্ক বেশি দূর এগোয়নি মিঠুনের। দলবদল করে মিঠুন এখন বিজেপিতে। তবে কি এবার গেরুয়াতেও মোহভঙ্গ বলিউড অভিনেতার?

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha election 2024 Bjp Mithun Chakraborty facing protest by tmc

Mithun Chakraborty: ভোটের লাইনে মিঠুন চক্রবর্তী।

Mithun Chakraborty: "আর রাজনীতির কথা বলব না। চলে যাব সিনেমার জগতে।" সপ্তম দফার ভোটের সকালে এই কথাগুলিই বললেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে বেলগাছিয়ার একটি বুথে ভোট দেওয়ার জন্য পৌঁছোন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন যেতেই বুথে তাঁকে ঘিরে ওঠে 'চোর চোর' স্লোগান। এই ঘটনায় বেশ বিব্রত দেখায় মিঠুন চক্রবর্তীকে। ভোট দিতে বুথে ঢুকে যান মিঠুন। পরে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, যে এবার আর রাজনীতির কথা বলবেন না তিনি। সিনেমার জগতেই ফিরে যেতে চান তিনি।

Advertisment

উল্লেখ্য, শনিবার সপ্তম তথা শেষ পর্বের নির্বাচনের শুরু থেকেই দিকে দিকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। জেলাগুলি থেকে তো বটেই, শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে গন্ডগোলের ছবি সামনে আসে। কাশীপুর, বেলেঘাটায় বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বেনজির বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁকেও শুনতে হয় 'চোর চোর' স্লোগান।

উল্টোদিকে, উত্তর কলকাতার নারকেলডাঙার একাধিক বুথে কংগ্রেসের এজেন্টেদের বসতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই খবর পেয়ে এলাকায় যান কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। পরে নারকেলডাঙা থানায় গিয়েও অভিযোগ জানান তিনি।

আরও পড়ুন- Diamond Harbour: CPM প্রার্থীকে দেখে তাঁরই এজেন্টের প্রশ্ন ‘আপনি কে?’, ডায়মন্ড হারবারে তাজ্জব কাণ্ড ধরলেন প্রতীকূর!

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 7 Live Updates: দিকে দিকে অশান্তি, কোদাল-কুড়ুল নিয়ে হামলা, রক্তাক্ত সন্দেশখালি, সন্ত্রস্ত ভাঙড়ে হিংসার আগুন

tmc bjp kolkata news mithun chakraborty loksabha election 2024
Advertisment