/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Mithun-Chakraborty.jpg)
Mithun Chakraborty: ভোটের লাইনে মিঠুন চক্রবর্তী।
Mithun Chakraborty: "আর রাজনীতির কথা বলব না। চলে যাব সিনেমার জগতে।" সপ্তম দফার ভোটের সকালে এই কথাগুলিই বললেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে বেলগাছিয়ার একটি বুথে ভোট দেওয়ার জন্য পৌঁছোন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন যেতেই বুথে তাঁকে ঘিরে ওঠে 'চোর চোর' স্লোগান। এই ঘটনায় বেশ বিব্রত দেখায় মিঠুন চক্রবর্তীকে। ভোট দিতে বুথে ঢুকে যান মিঠুন। পরে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, যে এবার আর রাজনীতির কথা বলবেন না তিনি। সিনেমার জগতেই ফিরে যেতে চান তিনি।
উল্লেখ্য, শনিবার সপ্তম তথা শেষ পর্বের নির্বাচনের শুরু থেকেই দিকে দিকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। জেলাগুলি থেকে তো বটেই, শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে গন্ডগোলের ছবি সামনে আসে। কাশীপুর, বেলেঘাটায় বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বেনজির বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁকেও শুনতে হয় 'চোর চোর' স্লোগান।
উল্টোদিকে, উত্তর কলকাতার নারকেলডাঙার একাধিক বুথে কংগ্রেসের এজেন্টেদের বসতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই খবর পেয়ে এলাকায় যান কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। পরে নারকেলডাঙা থানায় গিয়েও অভিযোগ জানান তিনি।