Narendra Modi Road Show in Kolkata: কলকাতায় ঐতিহাসিক রোড শো মোদীর, বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরে উৎসবের মেজাজ, পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনা নমোকে
Modi Road show in Kolkata: সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের আগে শহর কলকাতায় ঐতিহাসিক রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীকে দেখতে রাস্তার দু'পাশে কাতারে কাতারে মানুষের উপচে পড়া ভিড় ছিল। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে একবার চোখের সামনে থেকে দেখতে ভিড় জমিয়েছিলেন। রাস্তার দু'পাশ দিয়ে প্রধানমন্ত্রীর উপরে চলে পুষ্পবৃষ্টি। মোদীও গোটা রোড শোয়ে রাস্তার দু'ধারে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান।
Narendra Modi Road Show in Kolkata-Lok Sabha Election 2024: শেষ দফার লোকসভা ভোটের আগে বাংলায় দুরন্ত প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গে পা রাখেন মোদী। বারাসত-বারুইপুরে পরপর দুটি জনসভার পর ডেস্টিনেশন কলকাতা। উত্তর কলকাতা জুড়ে ঐতিহাসিক রোড শো নমোর। বাগবাজারে সারদা মায়ের বাড়িতে পুজো দিয়ে কলকাতার কর্মসূচি শুরু মোদীর। শ্যামবাজার থেকে শুরু হয় তাঁর মেগা রোড শো। বর্ণাঢ্য শোভাযাত্রার শেষ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেয়।
Advertisment
উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোকে কেন্দ্র করে কার্যত গোটা তিলোত্তমা মহানগরীতে আজ ছিল উৎসবের মেজাজ। শ্যামবাজার থেকে রোড শো শুরু মোদীর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে কার্যক্রমের সূচনা করেন মোদী। এরপর শুরু হয় রোড শো। হুডখোলা গাড়িতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের পাশাপাশি ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
মোদীকে দেখতে রাস্তার দু'পাশে কাতারে কাতারে মানুষের উপচে পড়া ভিড় ছিল। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ নরেন্দ্র মোদীকে একবার চোখের সামনে থেকে দেখতে ভিড় জমিয়েছিলেন। রাস্তার দু'পাশ দিয়ে প্রধানমন্ত্রীর উপরে চলে পুষ্পবৃষ্টি।
মোদীও শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রাস্তার দু'ধারে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ হয় মোদীর রোজড শো। সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্যাসীরাও।
সব মিলিয়ে সপ্তম দফার নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বাংলায় এসে সুকান্ত-শুভেন্দুদের দারুণ চাঙ্গা করে দিয়ে গেলেন নমো। মোদীর প্রতিটি সভা-সমাবেশ, রোড শোয়ে অগণিত মানুষের উপচে পড়া ভিড় দেখে দারুণ উৎসাহিত বিজেপির বঙ্গ ব্রিগেড। তবে এই বিপুল ভিড়ের রেশ কতটা ভোটবাক্সে এসে পড়ে সেদিকেই তাকিয়ে পদ্ম শিবির।