Abhishek Banerjee BJP: কেন্দ্রীয় একাধিক প্রকল্পে বাংলাকে দিনের পর দিন ধরে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের। ১০০ দিনের কাজ, আবাস যোজনা নিয়ে BJP-র যে কোনও নেতাকে তাঁর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঝটপট অভিষেকের সেই 'চ্যালেঞ্জ' গ্রহণ করেছে বিজেপিও। অভিষেকের কথানুযায়ী বিকেলে ময়নাগুড়িতে (Maynaguri) দলের যুব মোর্চার কোনও নেতাকে পাঠানোরা বার্তা গেরুয়া দলের।
জমে উঠেছে লোকসভার লড়াই। আজ থেকেই পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে ময়নাগুড়ির মাঠে সভা তৃণমূলের শীর্ষ সেনাপতির। সেই সভাতেই বিজেপির প্রতিনিধিকে আসার আহ্বান জানিয়েছেন জোড়াফুলের সেকেন্ড ইন কম্যান্ড।
আজ সকালেই নিজের X হ্যান্ডেলে করা পোস্টে অভিষেক বন্দ্যেপাধ্যায় লিখেছিলেন, "মিথ্যাচার ছড়াতে BJP সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি BJP নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার জন্য চ্যালেঞ্জ করছি। ২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে আবাস যোজনা (AWAS YOJNA) এবং ১০০ দিনের কাজ (MGNREGA)-এর মতো প্রকল্পগুলিতে ১ পয়সা বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার। আমাকে ভুল বলে প্রমাণ করতে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ করছি।"
আরও পড়ুন- CPIM probable Candidate List 2024: বামেদের বড় চমক! কোন কেন্দ্রে কে? একনজরে CPIM-এর সম্ভাব্য প্রার্থী তালিকা
সময় নষ্ট না করেই BJP-র তরফেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দেওয়া হয়েছে। বিজেপির তরফে অভিষেকের নাম না নিয়ে X হ্যান্ডেলে লেখা হয়েছে, "আপনার সুবিধা অনুযায়ী সময় এবং স্থান ঠিক করুন। আমরা আমাদের যুব মোর্চা কর্মকর্তাদের একজনকে বিতর্কের জন্য পাঠাব।" পাল্টা অভিষেকও জানিয়ে দেন, আজ বিকেলে ময়নাগুড়ির মাঠের সভায় তিনি বিজেপির প্রতিনিধিকে স্বাগত জানিয়েছেন।