Advertisment

Buddhadeb Bhattacharjee: AI দিয়ে কৃত্রিম বুদ্ধদেব বানাল CPM! ভাষণে মোদী-মমতাকে তুলোধনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Buddhadeb Bhattacharjee-CPIM: অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কার্যত গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের শীর্ষ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে। লোকসভা নির্বাচন চলছে। এই আবহে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল বামেরা। দুই মিনিট ছয় সেকেন্ডের সেই বক্তৃতায় সন্দেশখালি থেকে শুরু করে একাধিক দুর্নীতি এমনকী ইলেক্টোরাল বন্ড নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 cpm presented Buddhadeb Bhattacharyas audio message by using ai

Buddhadeb Bhattacharya: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Buddhadeb Bhattacharjee: অসুস্থতায় ঘরবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এবার নির্বাচনী ময়দানে নামাল সিপিএম। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) বার্তা এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দিল বামেরা।

Advertisment

আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (artificial intelligence) বা AI দ্বারা তৈরি বুদ্ধদেব ভট্টাচার্যের দুই মিনিট ছয় সেকেন্ডের একটি বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল হয়েছে। যে বক্তৃতায় সন্দেশখালি (Sandeshkhali) থেকে শুরু করে একাধিক দুর্নীতি এমনকী ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সিপিএমের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে AI দ্বারা তৈরি বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বক্তৃতা ছড়িয়ে দেওয়া হয়েছে।

কৃত্রিমভাবে তৈরি সেই বক্তৃতায় কী বলতে শোনা যাচ্ছে 'বুদ্ধদেব ভট্টাচার্য'কে?

"দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কী হচ্ছে পশ্চিম বাংলায়? সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনও ক্ষমা নেই! রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই। দুর্নীতির আঁকড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম, শিল্প হবে দেশের উন্নতি হবে, শত-শত ছেলেমেয়েদের চাকরি হবে।"

আরও পড়ুন- Kolkata Weather Today: আছড়ে পড়বে কালবৈশাখী, প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা, জ্বালাপোড়া গরম থেকে অবশেষে মুক্তি

"ওদিকে, কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাদ BJP, দুর্নীতগ্রস্ত BJP। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ। এখন ইলেক্টোরাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। ধুঁকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে BJP-RSS।"

AI দ্বারা তৈরি 'বুদ্ধদেব ভট্টাচার্যে'র ভাষণে মোদী-মমতার সমালোচনা:

"তৃণমূলের আমলেই বাংলায় BJP-র বাড়বাড়ন্ত। কে এই নরেন্দ্র মোদী? কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে-রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম-গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে। ধন্যবাদ!"

Buddhadeb Bhattacharya CPIM loksabha election 2024
Advertisment