Advertisment

Diamond Harbour: CPM প্রার্থীকে দেখে তাঁরই এজেন্টের প্রশ্ন 'আপনি কে?', ডায়মন্ড হারবারে তাজ্জব কাণ্ড ধরলেন প্রতীকূর!

Diamond Harbour-Pratikur Rahman: এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। গোটা ঘটনাটি সিপিএমের তরফে নির্বাচন কমিশনে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Diamond Harbour CPM candidate Pratikur Rahman caught fake agent

ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীকূর রহমান।

Lok Sabha Election 2024: ভোটের ডায়মন্ড হারবারে তুলকালাম কাণ্ড। আজ সকাল-সকাল নিজের নির্বাচন এলাকার একটি বুথে যেতে তাজ্জব ঘটনার সাক্ষী হন সিপিএম প্রার্থী প্রতীকূর রহমান। কিছুক্ষণের মধ্যেই এক যুবককে বুথ থেকে বেরিয়ে দৌড়াতে দেখা গেল। প্রায় তাঁকে ধরেই ফেলেছিলেন প্রতিকূর। তবে কোনও মতে কব্জা এড়িয়ে দে দৌড়! ঠিক কী ঘটনা ঘটেছিল?

Advertisment

ঘটনাটি ডায়মন্ড হারবারের কৃষ্ণরামপুরের। ওই এলাকার একটি বুথে CPM-এর এজেন্ট বিশ্বনাথ বাগের বদলে তৃণমূলের বিশ্বনাথ নস্কর বসে পড়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে নজর এড়ালেও সিপিএমের প্রার্থী প্রতিকূর রহমান ওই বুথে ঢুকতেই ঘটনাটি প্রকাশ্যে আসে।

এপ্রসঙ্গে প্রতিকূর রহমান বলেন, "আমি ওই বুথে ঢুকতেই ওই ব্যক্তি বলে ওঠেন আপনি কে? আমি বলি, আপনি আমার এজেন্ট অথচ আমাকেই চেনেন না? আসলে ও এই এলাকায় তৃণমূল করে।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 7 Live Updates: বিক্ষোভের মুখে তাপস-সৃজন, ভোট সপ্তমীর সকালেই ধুন্ধুমার

এদিন ওই যুবকের সঙ্গে প্রতিকূরের কথা কাটাকাটি হতেই বুথে উত্তেজনা বাড়ে। সিপিএমের প্রার্থী ওই যুবককে ধরেই ফেলেছিলেন। তবে কোনও মতে প্রতিকূরের কব্জা এড়িয়ে সটান বুথ থেকে দৌড় লাগান ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই বুথে।

আরও পড়ুন- Sandeshkhali: রাতভর গ্রামে ‘তাণ্ডব-মারধর’, দুষ্কৃতীদের ‘লাল চোখ’ এড়িয়ে ভোটের লাইনে সন্দেশখালির বেড়মজুর

CPIM Pratikur Rahaman Diamond Harbour tmc
Advertisment