/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Kirti-Dilip.jpg)
Dilip Ghosh-Kirti Azad: ভোট ময়দানে সৌজন্যের ছবি।
Bardhaman–Durgapur Lok Sabha constituency: জোরদার লড়াই বর্ধমান দুর্গাপুরে। ভোট পর্বের একেবারে মাঝামাঝি সময়ে এসে সৌজন্যের নজিরবিহীন ছবি দেখা গেল। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে (Kirti Azad) দেখেই এগিয়ে গেলেন দিলীপ ঘোষ। বুকে জড়িয়ে ধরলেন তাঁকে। কীর্তিও দিলীপের বেনজির সৌজন্যে আপ্লুত।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের (Kirti Azad) উদ্দেশ্যে সকাল-বিকেল কটাক্ষের বন্যা বইয়ে দিতেন দিলীপ ঘোষ।
উল্টোদিকে, কীর্তিকেও দিলীপের বিরোধিতায় সুর চড়াতে দেখা যেত অহরহ। তবে আজ দেখা গেল নজিরবিহীন এক সৌজন্যের ছবি। আজ ভোট চলাকালীন দুই প্রতিপক্ষ প্রার্থীর মুখোমুখি সাক্ষাৎ হয়। রাস্তায় গাড়ি থেকে নেমে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন কীর্তি-দিলীপ। দু'জনের মধ্যে কিছু কথাও হয়েছে।
আরও পড়ুন- TMC worker killed in ketugram: ভোটের আগের রাতে খুন TMC কর্মী, পুলিশি তদন্তে গ্রেফতার ২